Ban vs NZ: কিউয়িদের দেশেই কিউয়ি বধ বাংলাদেশি বাঘদের, এবাদতের আগুনে বোলিংয়ে বাজিমাত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
২০২২ -র শুরুতেই ইতিহাস তৈরি করল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team) ৷ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) প্রথম টেস্ট ম্যাচে কিউয়িদের বধ করে ৮ উইকেটে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশি বাঘরা৷
#অকল্যান্ড: ২০২২ -র শুরুতেই ইতিহাস তৈরি করল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team) ৷ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) প্রথম টেস্ট ম্যাচে কিউয়িদের বধ করে ৮ উইকেটে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশি বাঘরা৷ এদিনের জয়ের ফলে প্রথমবার তারা নিউজিল্যান্ডকে হারাল তাই নয়, তার সঙ্গে তারা নিউজিল্যান্ডের মাটিতেই নিউজিল্যান্ডকে হারানোর কৃতিত্ব অর্জন করল৷ গত বছরে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ড এবারের বছর শুরু করল হার দিয়ে৷ কিউয়িরা গত ৫ বছরে ১৭ টেস্ট ম্যাচে হেরেছে৷ বাংলাদেশ শুধু টেস্ট নয় এই প্রথম নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতেই প্রথমবার জিতল যেকোনও ফর্ম্যাটের ক্রিকেটে৷ বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের অন্যতম কারিগর দ্বিতীয় ইনিংসে আগুনে বোলিং করা এবাদত হুসেন (Ebadot Hossain)৷ দ্বিতীয় ইনিংসে তিনি একাই পাঁচ উইকেট নেন৷ প্রথম টেস্টের পঞ্চম দিনে নিউজিল্যান্ড মাত্র ১৬৯ রান করে অলআউট হয়ে যায়৷ বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ৪০ রান করতে হত৷ যা তারা ২ উইকেট হারিয়েই করে ফেলে৷
বাংলাদেশ (Bangladesh) এদিন অধিনায়ক মোমিনুল হক (১৩ নটআউট) এবং মুশফিকুর রহিম (৫ নটআউট) ছিলেন৷ কিন্তু ছোট রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝটকা খায় বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team) ওপেনার শাদমান ইসলাম (৩) রান করে সাউদির বলে আউট হয়ে যায়৷ আউট হয়ে ়ান নজমুল হুসেনও৷ রহিম বাংলাদেশের হয়ে উইনিং শট নেন৷
advertisement
আরও পড়ুন - Panchang 5 January: পঞ্জিকা ৫ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
advertisement
Bangladesh have made cricket history with their first Test win over the @BLACKCAPS Always great to see our lads in action on home soil, don’t miss Test 2 starting 9 Jan on Spark Sport#SparkSport #NZvBAN pic.twitter.com/5qv4GmxGN3
— Spark Sport (@sparknzsport) January 5, 2022
advertisement
এদিকে এর আগে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) সিরিজের দুটি টেস্ট ম্যাচ হবে৷ তার প্রথম খেলা মাউন্ট মাউনগনুই খেলা চলছে৷ চতুর্থ দিনের খেলায় বাংলাদেশি বোলার ইবাদত হুসেন (Ebadat Hossain) চার উইকেট নিয়ে বাংলাদেশকে (Bangladesh) কার্যত ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছে৷ বাংলাদেশ কি পারবে প্রথমবার টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ,তাদেরই মাটিতে হারাতে৷এবাদত হোসেনের (Ebadat Hossain) আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেট খুইয়ে ১৪৭৷
advertisement
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (NZ vs BAN) প্রথম ইনিংসে ৪৫৮ রান করেছিল৷ প্রথম ইনিংসে তাদের লিড ছিল ১৩০ রানের৷ এবার আবার এবাদত হোসেনের (Ebadat Hossain) আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেট খুইয়ে ১৪৭৷ প্রথম ইনিংসে ৩২৮ রান করা নিউজিল্যান্ডের (New Zealand) মাত্র ১৭ রানের লিড রয়েছে এই মুহূর্তে৷
এবাদত হুসেন (Ebadat Hossain) প্রথম ইনিংসে শতরানকারী ডৈবোন কনওয়েকে ১৩ রানে আউট করে বাংলাদেশের আশা বাড়িয়ে দেন৷ এছাড়া তাঁর শিকারের তালিকায় রয়েছেন বিল ইয়ং (৬৯), হেনরি নিকোলস (০), টম ব্লেন্ডেল (০) করে আউট হয়ে যান৷ এখন নিউজিল্যান্ডকে বাঁচাতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার রস টেলর (Ross Taylor)৷ তিনি ৩৭ রান করে ক্রিজে রয়েছেন৷ তার সঙ্গে রয়েছেন রচিত রবিন্দ্র৷ তাঁর স্কোর ৬৷
advertisement
বাংলাদেশ এর আগে তিন ফর্ম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের (Ban vs NZ) বিরুদ্ধে ৩৪ টি ম্যাচ খেলেছে৷ কেবল একটি ম্যাচে জিতেছে তারা নিউজিল্যান্ডের মাটিতে৷ সেই ম্যাচে প্রতিপক্ষ ছি স্কটল্যান্ড৷ এই ম্যাচে অভিজ্ঞ শাকিব আল হাসান (Shakib Al Hasan) , তামিম ইকবাল (Tamim Iqbal) এবং মহমুদুল্লাহ (Mahamudullah) না থাকায় জয়ের কোনও সম্ভবনাই ছিল না৷ বাংলাদেশ সেই ম্যাচেই কি কামাল করতে চাইছে৷ বাংলাদেশের মোমিনুল হক (৮৮) (Mominul Haq), লিটন দাস (৮৬) (Liton Das), মহমদুল্লাহ হাসান জয় (৭৮) (Mahmdullah)ও নাজমুল হুসেন শান্তো (Nazmul Husain) (৬৪) করেন৷
advertisement
আরও পড়ুন - Ind vs SA: 2nd Day তে ভারতের বড় বাজি শামি-বুমরাহ, ম্যাচ বাঁচাতে জ্বলতেই হবে দুই পেসারকে
বাংলাদেশ (Bangladesh) সকালে ৬ উইকেটে ৪০১ রান করে খেলতে শুরু করে, এরপর মেহদি হাসান (৪৭) এবং ইয়াসির আলি (২৬) রান করেন৷ ফলে আরও ৫৭ রান যোগ হয়৷ নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪ উইকেট, নীল ওয়েগনর ৩ ও টিম সাউদি ২ টি উইকেট নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 8:06 AM IST