Ayodhya Hill Marathon 2024: শহরের বুকে তো অনেক হল, এবার প্রকৃতির মধ্যে ম্যারাথন, অযোধ্যা পাহাড়ে বসবে আসর

Last Updated:

Ayodhya Hill Marathon 2024: ম্যারাথনের দিন অযোধ্যা পাহাড়ে হাজির থাকবেন বিভিন্ন জগতের তারকারা৷

অযোধ্যা পাহাড়ে এবার ম্যারাথন
অযোধ্যা পাহাড়ে এবার ম্যারাথন
কলকাতা:  রবিবার ২৫ তারিখ পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এক অন্য ধরণের সকালের সাক্ষী থাকবে৷ অযোধ্যা পাহাড়ে প্রথমবার বসতে চলেছে ম্যারাথনের আসর৷ রান ফর ট্রাইবাল নামের এই দৌড়কে আগ্রহ ইতিমধ্যেই তৈরি হচ্ছে৷ ভোর সাড়ে ছটায় শুরু হবে এই দৌড়৷
এইদিনের দৌড়ের শুরুতে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে হাজির থাকবেন খেলাধুলো, রূপোলি পর্দার বিভিন্ন তারকারা৷ আদিবাসী জনগোষ্ঠীর থেকে ভবিষ্যতের খেলাধুলোর তারকা তুলে আনার জন্য এই প্রয়াস৷ এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা৷ এই ভবিষ্যতের তারকারা নিজেদের পারফরম্যান্স দিয়ে নিজেদের ও দেশের নাম উজ্জ্বল করবেন৷
advertisement
advertisement
এই প্ল্যাটফর্ম আদিবাসীদের কাছে একটা বড় মঞ্চ হতে চলেছে এমন মনে করেছেন আয়োজকরা৷ পাশাপাশি মোহনবাগানের  প্রাক্তন  তারকা হোসে ব্যারেটো৷
২৫ তারিখ সকাল সাড়ে ছটায় ম্যারাথন শুরু হওয়ার পর মেডেল ডিস্ট্রিবউশনের সময় রাখা হয়েছে সাড়ে আটটা৷ এরপর বিভিন্ন অনুষ্ঠানের পর বিকেলে আবার স্থানীয় আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে৷ এছাড়াও স্থানীয় বিশিষ্ট এবং পদ্মশ্রী প্রাপকদের দেওয়া হবে বিশেষ সম্মাননা৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ayodhya Hill Marathon 2024: শহরের বুকে তো অনেক হল, এবার প্রকৃতির মধ্যে ম্যারাথন, অযোধ্যা পাহাড়ে বসবে আসর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement