Sourav Ganguly Meets Sukanta Majumdar: সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গেলেন সৌরভ, কেবিনের ভিডিও সামনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Meets Sukanta Majumdar: বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে গেলেন দাদা
কলকাতা: দিন দুয়েক আগে চোট পেয়ে বিজেপি রাজ্য সভাপতি ভর্তি হন ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ৷ শুক্রবার তাঁর অবস্থার খোঁজ নিতে সেখানে পৌঁছে যান সৌরভ গঙ্গোপাধ্যায়৷
বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে নিয়মিতই তাঁদের নেতৃত্ব হাসপাতালে যাচ্ছেন৷ প্রতি মুহূর্তে মনিটর হচ্ছে তাঁর অবস্থা৷ এদিন দাদাও হাসপাতালে সুকান্ত মজুমদারের খোঁজ নেন৷
দেখে নিন কেবিনের ভিডিও৷
advertisement
#WATCH | West Bengal | Former cricketer Sourav Ganguly reached Apollo Hospital, Salt Lake to meet State BJP President Sukanta Majumdar.
(Video: Sukanta Majumdar official) pic.twitter.com/S36Zi7KS9x
— ANI (@ANI) February 16, 2024
advertisement
এদিকে দাদার মা বেশ কিছুদিন ধরেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসাপাতালেই চিকিৎসাধীন ছিলেন৷
এর আগে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরস্বতী পুজোর দিন বিকেলে বসিরহাট থেকে অ্যাম্বুল্যান্সে করে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় বিজেপি রাজ্য সভাপতিকে৷
হাসপাতালে পৌঁছানোর সময় কিছুটা অচেনত অবস্থাতেই ছিলেন সুকান্ত মজুমদার৷ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে ভর্তির সময়ও তাঁর মুখে লাগানো ছিল অক্সিজেন মাস্ক৷ হাসপাতাল সূত্রে খবর, বিজেপি রাজ্য সভাপতির মাথার আঘাত কতটা গুরুতর তা খতিয়ে দেখতে এমআরআই করতে পারেন চিকিৎসকরা৷
advertisement
আরও পড়ুন – Success Story: একসঙ্গে ব্যবহার করেন ২০ টি ফোন, ঘণ্টায় রোজগার ২১ লক্ষ টাকা, এঁর নাম সারা পৃথিবীর লোকের মুখে
এ দিন বসিরহাট থেকে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার৷ পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়৷ বিজেপির অভিযোগ, পুলিশের ধাক্কাতেই পড়ে গিয়ে মাথায় চোট লাগে সুকান্ত মজুমদারের৷ ঘটনাস্থলেই সংজ্ঞা হারান তিনি৷
advertisement
সংজ্ঞাহীন অবস্থাতেই বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে অক্সিজেন দেওয়া হয় তাঁকে, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করেন চিকিৎসকরা৷ যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকেই সুকান্ত মজুমদারকে কলকাতার হাসপাতালে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়৷
যদিও সুকান্ত মজুমদারের আঘাত নিয়ে বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল৷ তৃণমূল নেতা শান্তনু সেনের কটাক্ষ, সাংসদ হিসেবে মেয়াদ শেষ হলে এবার অভিনয়ে নামবেন বিজেপি রাজ্য সভাপতি৷ এ দিন তারই মহড়া দিয়ে নিলেন তিনি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 9:12 PM IST