অভিষেকেই পাঁচ উইকেট, অনন্য নজির অক্ষর প্যাটেলের

Last Updated:

তাঁর বোলিং নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকার, অজিত আগরকারদের মত প্রাক্তন ভারতীয় তারকারা। দীর্ঘদেহী অক্ষর প্যাটেল শুধু ধারাবাহিক নন, প্রচন্ড বুদ্ধিমান। লাইন, লেন্থ প্রায় নিখুঁত।

#চেন্নাই: প্রথম টেস্টে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে হাঁটুতে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে চোট সারিয়ে ফিরে এসেই নিজেকে প্রমাণ করলেন অক্ষর প্যাটেল। প্রথম ইনিংসে দুই উইকেট পেলেও, দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। দুবারই পেলেন ইংলিশ অধিনায়ক জো রুটের উইকেট। তাঁর বোলিং নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকার, অজিত আগরকারদের মত প্রাক্তন ভারতীয় তারকারা। দীর্ঘদেহী অক্ষর প্যাটেল শুধু ধারাবাহিক নন, প্রচন্ড বুদ্ধিমান। লাইন, লেন্থ প্রায় নিখুঁত।
ডানহাতি ব্যাটসম্যানদের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে বারবার পরাস্ত করেছেন তিনি। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিয়ে স্পর্শ করেছেন দিলিপ দোশী, আবিদ আলি, নরেন্দ্র হিরওয়ানি, অশ্বিন, শামিদের রেকর্ড। তিনি নবম ভারতীয় বোলার যিনি অভিষেকেই এই কৃতিত্ব অর্জন করেছেন। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতি মর্যাদা দিয়েছেন
নিজের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে গুজরাটের ক্রিকেটারটি বলেন,"প্রথম দিন থেকেই বল ঘুরছিল। তাই স্পিনার হিসেবে কিছুটা সাহায্য পেয়েছি। হাওয়ায় বলের গতি নিয়ন্ত্রণ করা ছিল আমার কাজ। খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করিনি। ব্যাটসম্যানদের ভুলের অপেক্ষায় ছিলাম। এই ধরণের উইকেটে টাইট লাইন, লেন্থ বল করতে হয়। সেটা করার চেষ্টা করে গিয়েছি। পাঁচ উইকেট পেয়ে টেস্ট কেরিয়ার শুরু অবশ্যই একটা ভাল ব্যাপার। তাই অবশ্যই এরকম পারফর্ম করতে পেরে এবং দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে"। কিন্তু ভারতীয় দলে জায়গা পাকা করতে গেলে ধারাবাহিক পারফর্ম করতে হবে। সেটা বিলক্ষণ জানেন অক্ষর। তাই শুরুটা স্বপ্নের মত হলেও, উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ তিনি। পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে চান।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অভিষেকেই পাঁচ উইকেট, অনন্য নজির অক্ষর প্যাটেলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement