#মেলবোর্ন: বিশ্ব টেনিসের নতুন রানি সেরেনা উইলিয়ামস। মেলবোর্ন পার্কে দিদি ভেনাসকে উড়িয়ে দিয়ে ভেঙে দিলেন স্টেফি গ্রাফের গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড। ১২ বছর পর বদলার দিনেই ফের এক নম্বরে এই মার্কিন।
প্রত্যাশিতই ছিল। এক ঘণ্টা পঁচিশ মিনিটের ম্যাচে ভেনাসের প্রতিরোধ করার খুব একটা জায়গা ছিল না। কারণ, টুর্নামেন্টের শুরুতে যেমন, শেষটাও সেই মেজাজেই সেরেনা উইলিয়ামস। সামনে দিদি, বারো বছর আগের হারের জ্বালা, তারপর স্টেফি গ্রাফকে টপকে নতুন রেকর্ডের হাতছানি।
মনে হল না, এত কিছু ভেবে কোর্টে নেমেছিলেন তিনি। বরং সেই দানবীয় মেজাজেই ম্যাচটা দ্রুত শেষ করতে চাইছিলেন। তাই ছয়-চারে প্রথম সেট জয়ের পর, দ্বিতীয় সেটেও পিছিয়ে থেকেও ফিরে এলেন।
শনিবার মেলবোর্ন পার্ক থেকেই বিশ্ব টেনিসের তিনি নতুন রানি। ভেঙে দিলেন স্টেফির রেকর্ড। বারো বছর পর হারের বদলা নিলেন। আর অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হারানো সিংহাসনও ফের কব্জা করলেন এদিন। সব মিলিয়ে এটাই ২৩টি গ্র্যান্ডস্লামের মালকিন সেরেনা উইলিয়ামস।