হাবাসের মাথায় এখন রোমানিয়ার বিশ্বকাপার
Last Updated:
এখনই যেন তাড়াহুড়ো করে উইনিং কম্বিনেশন ভাঙতে আগ্রহী নয় এটিকে টিম ম্যানেজমেন্ট ৷ বরং মার্কি প্লেয়ার হেল্ডার পোস্তিগার এদেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা ৷ সেইসঙ্গে যদি নতুন স্ট্রাইকার আনতেই হয়, তাহলে ডুডু নয় ৷ রোমানিয়ার এক বিশ্বকাপারকে আনার কথা ভেবে রেখেছেন কোচ হাবাস ৷
#কলকাতা: শনিবার নর্থ-ইস্ট ম্যাচেই এটিকে-র হয়ে মাঠে নেমে পড়ার কথা ছিল ডুডু ওমাগবেমির ৷ কিন্তু মুম্বই জয়ের পর কলকাতা দলের চিত্রটা যেন রাতারাতি বদলে গিয়েছে ৷ এখনই যেন তাড়াহুড়ো করে উইনিং কম্বিনেশন ভাঙতে আগ্রহী নয় এটিকে টিম ম্যানেজমেন্ট ৷ বরং মার্কি প্লেয়ার হেল্ডার পোস্তিগার এদেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা ৷ সেইসঙ্গে যদি নতুন স্ট্রাইকার আনতেই হয়, তাহলে ডুডু নয় , রোমানিয়ার এক বিশ্বকাপারকে আনার কথা ভেবে রেখেছেন কোচ হাবাস ৷ যদিও সেব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ কিন্তু ডুডুকে এখনই দলে আনার ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চায় না এটিকে, সেবিষয়টি পরিষ্কার ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2015 9:44 AM IST