Asian Games 2023: মহিলা কবাডিতে সোনা জয় ভারতের, লক্ষ্য পূরণ ভারতের ১০০ পদকের

Last Updated:

শনিবার এশিয়ান গেমসের শেষ দিনে সকাল সকালে ভারতের সোনা জয়ের হ্যাটট্রিক। একইসঙ্গে পূরণ হল ভারতের এবারের এশিয়ান গেমসে ১০০ পদক জয়ের লক্ষ্য ও স্বপ্ন। Asian Games 2023 Indian Women Kabaddi Team won Gold medal and India Achieves 100 medal milestone in Asian Games.

মহিলা কবাডিতে সোনা জয় ভারতের
মহিলা কবাডিতে সোনা জয় ভারতের
শনিবার এশিয়ান গেমসের শেষ দিনে সকাল সকালে ভারতের সোনা জয়ের হ্যাটট্রিক। একইসঙ্গে পূরণ হল ভারতের এবারের এশিয়ান গেমসে ১০০ পদক জয়ের লক্ষ্য ও স্বপ্ন। শনিবার সকালে প্রথমে জোড়া সোনা আসে তিরন্দাজিতে পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে। আর ১০০ নন্বর পদক তাও সোনা রুপে এল এবার মহিলাদের কবাডি ফাইনাল থেকে। ফাইনালে হাড্ডাহা্ড্ডি লড়াইয়ের পর চাইনিজ তাইপেইকে হারিয়ে সোনা জেতে ভারতীয় দল। খেলার ফল ২৬-২৫।
এদিন ফাইনালে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে যে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে ভারতীয় দলকে তা আগে থেকেই বোঝা গিয়েছিল। দুই দলই ফাইনালে তাদের সেরাটা উজার করে দেয়। ম্যাচের শুরুটা ভাল করেছিল ভারত। তারপর প্রতিপক্ষ দল কামব্যাক করে। প্রথমার্ধে ভারতের লিড ছিল ১৪-৯। দ্বিতীয়ার্ধে আরও হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নিজেদের নার্ভ ধরে রেখে শেষ পর্যন্ত ১ পয়েন্টের ব্যবধানে রুদ্ধশ্নাস ফাইনাল জিতে সোনা নিশ্চিৎ করে ভারতীয় মহিলা কবাডি দল।
advertisement
advertisement
advertisement
advertisement
শনিবার দিন সকাল সকাল তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো দুই জেতে ভারত। অপরদিকে, তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও ব্রোঞ্জ আসে ভারতের ঝুলিতে। মেডেল ট্যালিতে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়ায় ৯৯। ১০০ পদক জয় নিশ্চিৎ শুক্রবারই হয়ে গিয়েছিল। এদিন তা খাতায়-কলমে করার দায়িত্বটা গিয়ে পড়ে ভারতীয় মহিলা কবাডি দলের উপর। আর সেটা সোনা দিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের প্রথম ১০০ পদক জয় স্মরণীয় করে রাখল মহিলা কবাডি দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: মহিলা কবাডিতে সোনা জয় ভারতের, লক্ষ্য পূরণ ভারতের ১০০ পদকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement