Asian Games 2023: লড়াই করেও হল না শেষ রক্ষা, ছোট্ট ভুলে প্রথম ম্যাচে হারতে হল ভারতীয় মহিলা ফুটবল দলকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asian Games 2023: প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হল ভারতীয় মহিলা ফুটবল দলকেও। চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে হার ২-১ গোলে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এগিয় গিয়েও ২-১ গোলে হারতে হল আশালতা দেবীদের।
চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে এশিয়ান গেমস অভিযান শুরু করেছিল ভারতীয় পুরুষ ফুটবল দল। যদিও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরেছে সুনীলরা। এবার প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হল ভারতীয় মহিলা ফুটবল দলকেও। চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে হার ২-১ গোলে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এগিয় গিয়েও ২-১ গোলে হারতে হল আশালতা দেবীদের। হারলেও ভারতীয় মহিলা ফুটবল দলের খেলা নজর কেড়েছে সকলের।
ম্যাচের প্রথম থেকে ফিফা ক্রমতালিকায় অনেকটা এগিয়ে থাকা চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিচ্ছিল ভারতীয় মহিলা ফুটবল দল। কোনও কোনও ক্ষেত্রে প্রথমার্ধে প্রতিপক্ষকে ছাপিয়ে অঞ্জু-মণীষা আশালতারা। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ গড়ে উঠছিল। কিন্তু শেষ পর্যন্ত তা কাদের কাজ হয়নি। ম্যাচে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় ভারত। প্রথমে অঞ্জুর শট প্রতিপক্ষের রক্ষণের এক প্লেয়ারের গায়ে লেগে গোলে ঢুকে যাচ্ছি। সেই শট বাঁচান তাইনিজ তাইপেইয়ের গোলকিপার। মণীষা ফিরতি বলে ফের শট নেন। সেই বলও বাঁচিয়ে দেন ডিফেন্ডাররা। ফের ফিরতি বলে জোড়াল শট নেন অঞ্জু তামাং। সেই শট জালে জড়িয়ে যায়।
advertisement
advertisement
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য আক্রমণের ঝাঁঝ বাড়ায় চাইনিজ তাইপেই। ম্যাচের ৬৮ মিনিটে ম্যাচের সমতা ফেরাল চাইনিজ তাইপেই। লাই- দুরপাল্লার একটি শট মারেন এবং দারুণ গোল করেন। সমতায় ফেরে চাপ আরও বাড়ায় চাইনিজ তাইপেই। ম্যাচে ৮৩ মিনিটে গোলকিপার শ্রেয়া হুড্ডার ভুলে দ্বিতীয় গোল হজম করে ভারত। শ্রেয়া বক্সের ভিতরে আসা একটি লম্বা বলের গতিপথকে ভুলভাবে অনুধাবন করে, সুসান সু সহজে গোল করে চাইনিজ তাইপেইকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত এই ব্যবধান আর মেটাতে পারেনি ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 8:56 AM IST