Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতীয় ফ্যানকে জাতীয় পতাকা ওড়ানোয় বাধা! চিনা স্বেচ্ছাসেবককে পাত্তা না দিয়ে দাপটের সঙ্গে ওড়ালেন তেরঙা
- Published by:Sudip Paul
Last Updated:
Asian Games 2023 Controversy Fan waving Indian Flag during India vs China football Match stadium official asked him to stop and sit down see viral video: ভারত-চিন ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ভারতীয় সমর্থক তেরঙা ওড়ানোর সময় তাকে থামিয়ে দেন এক কর্মী বা স্বেচ্ছাসেবক। যেই ভিডিও এখন ভাইরাল।
এশিয়ান গেমসের শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতীয় ফুটবল দলের। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই আয়োজক চিনের বিরুদ্ধে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছে। ৫-১ গোলের বড় ব্যবধানে হারতে হয় ইগর স্টিমাচের দলকে। ম্যাচ হারের হতাশা ফ্যানেদের ও ফুটবলরাদের থাকলেও আরও একটি বিষয় নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ভারত-চিন ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ভারতীয় সমর্থক তেরঙা ওড়ানোর সময় তাকে থামিয়ে দেন এক কর্মী বা স্বেচ্ছাসেবক। যেই ভিডিও এখন ভাইরাল।
চিনের বিরুদ্ধে ম্যাচের ফলই বলে দিচ্ছে গোটা খেলায় ভারতীয় সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশের খুব একটা সুযোগ পাননি। কিন্তু ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে শোধ করার পর ভারতীয় ফ্যানেদের মধ্যে উচ্ছ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। ম্যাচের ১৭ মিনিটে গোল করে চিন এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দুরন্ত গোল করে তা শোধ করেন রাহুল কেপি। সেই সময় স্টেডিয়ামে ভারতের জার্সি পরিহিত এক ব্যক্তিকে দেখা যায় জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
advertisement
Goal of the day by kp rahul 💥🔥#AsianGames#CHNINDpic.twitter.com/xZJg7msG5r
— LEOholicc 🦁 (@saiteja7781) September 19, 2023
advertisement
📸 | WHAT A GOALLLLL RAHUL KP! @rahulkp_r7_pic.twitter.com/tZLFnGNADW
— Rohit Sharma (@arvindkaliravna) September 19, 2023
advertisement
এরপরই শুরু হয় বিতর্ক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কয়েক মুহূর্ত ওই ভারতীয় সমর্থক উচ্ছ্বাস প্রকাশ পরই স্টেডিয়ামের এক স্বেচ্ছাসেবক এসে তাকে থামিয়ে দেন। একইসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ বন্ধ করে বসে যেতে বলেন। ম্যাচ চলাকালীন ক্যামেরারও এই দৃশ্য এড়ায়নি। কিন্তু ভারতীয় ফ্যানও অটুট ছিল। ওই স্বেচ্ছাসেবকের কথায় কোনও রকম পাত্তা না দিয়েই জাতীয় পতাকা ওড়াতে থাকেন। যা দেখে চিনা সমর্থকরা কিছুটা অবাক হন।
advertisement
An Indian fan celebrating Rahul KP’s goal against China was instructed by stadium officials to sit down, but he continued his celebration. 🇮🇳👀 #IndianFootball #SFtbl pic.twitter.com/yd68APM3Rw
— Sevens Football (@sevensftbl) September 19, 2023
@rahulkp220 GOAL GOAL GOAL @IndianFootball #RAHULKP ❤️❤️❤️@stimac_igor told – you show me RAHUL KP DELIVERED pic.twitter.com/RD6sCQQJfX
— Rajesh Ganguly (@uncomplicated_g) September 19, 2023
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস
এই ঘটনার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। ভারতীয় নেটজেনরা নানা রকম মন্তব্য করতে শুরু করেন ভারতীয় ফ্যানকে বাধা দেওয়ার বিষয়ে। কিন্তু চিনা স্বেচ্ছাসেবকের বাধা এড়িয়ে যেভাবে ওই সমর্থক ভারতের পতাকা উড়িয়েছেন তাকেও কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 9:27 AM IST