Rahul Dravid Tests Covid 19 Positive: এশিয়া কাপ শুরুর আগেই ঘোর দুঃসংবাদ, রাহুল দ্রাবিড়ের করোনা

Last Updated:

রাহুল দ্রাবিড় অবশ্য ভারত বনাম জিম্বাবোয়ে তিন ম্যাচের সিরিজের জন্য দলের সঙ্গে যাননি৷

Rahul Dravid tests covid 19 positive
Rahul Dravid tests covid 19 positive
#দুবাই : ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022 ) জন্য দুবাই রওনা হয়ে গেছেন৷ কিন্তু এর সঙ্গে সঙ্গে দলে বড় ঝটকা লেগেছে৷ টিমের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)  কোভিড ১৯ পজিটিভ হয়েছেন৷ রিপোর্ট অনুযায়ি তাই তিনি দলের সঙ্গে দুবাই যেতে পারেননি৷ এখন দেখার কবে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন৷
রাহুল দ্রাবিড় অবশ্য ভারত বনাম জিম্বাবোয়ে তিন ম্যাচের সিরিজের জন্য দলের সঙ্গে যাননি৷ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারস মামরের সঙ্গে রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দিয়েছিল সিনিয়র সিলেকশন কমিটি৷ রাহুল দ্রাবিড়ের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর ভিভিএস লক্ষ্মণ এশিয়া কাপ ২০২২ এ দলের দায়িত্ব নিতে পারেন৷
advertisement
advertisement
লক্ষ্মণ যেতে পারেন টিম ইন্ডিয়ার সঙ্গে
রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ , কেএল রাহুলের অধিনায়কত্বে থাকা জিম্বাবোয়ে সফরের দলের সঙ্গে গিয়েছিলেন৷ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রাহুল দ্রাবিড় গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল৷ তারপরে দ্রাবিড় টি টোয়েন্টি খেলার ধরণ পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছেন৷
advertisement
ভারত বনাম পাকিস্তান ম্যাচ ২৮ অগাস্ট
উল্লেখ্য শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে এশিয়া কাপ ২০২২ এর ওপেনিং ম্যাচ হওয়ার একদিন পরে ২৮ অগাস্ট দুবাইতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে৷  এশিয়া কাপে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা৷ পাকিস্তানের অধিনায়কত্ব করবেন বাবর আজম৷  ভারতীয় দলের সিনিয়ররা দীর্ঘদিন একসঙ্গে না খেলার পর এশিয়া কাপের দলের জন্য একত্রিত হবেন৷ এই টুর্নামেন্ট অফ ফর্মে থাকা বিরাট কোহলির দিকেও সকলের নজর থাকবে৷
advertisement
জসপ্রীত বুমরাহ নেই দলে
ভারতের এশিয়া কাপের দলে নেই তারকা পেসার জসপ্রীত বুমরাহ৷ কারণ তাঁর পিঠের চোট রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rahul Dravid Tests Covid 19 Positive: এশিয়া কাপ শুরুর আগেই ঘোর দুঃসংবাদ, রাহুল দ্রাবিড়ের করোনা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement