Shubman Gill: ম্যান অফ দ্য ম্যাচ হয়ে কাকে উৎসর্গ করলেন ট্রফি, শুভমান গিলে নিজেই জানালেন

Last Updated:

গিল তিন ম্যাচের সিরিজে মোট ২৪৫ রান করেন৷

 shubman gill dedicates his mom award to his father
shubman gill dedicates his mom award to his father
#হারারে: ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজ আগেই জিতেছিল ভারতীয় ক্রিকেট দল আর সোমবার হারারেতে তৃতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজ হোয়াইট ওয়াশ করে ফেলল টিম ইন্ডিয়া৷ ভারত বনাম জিম্বাবোয়ে তৃতীয় একদিনের ম্যাটে ১৩ রানে জিম্বাবোয়েকে হারাল টিম ইন্ডিয়া৷ তরুণ ক্রিকেটার শুভমান গিল কামাল পারফরম্যান্স করেন এবং নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান সেরে ফেলেন৷ তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ বাছা হয়েছে৷ তিনি নিজের সম্মান বাবাকে উৎসর্গ করেছেন৷
advertisement
advertisement
হারারে স্পোর্টস ক্লাবে খেলা এই একদিনের ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেন৷ তাঁর শতরানের দৌলতে ৮ উইকেটে ২৮৯ রান করে ভারতীয় দল৷ এরপর জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ১১৫ রান করেন সিকন্দর রজা৷ কিন্তু তাও ৪৯.৩ ওভারে ২৭৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে৷ শুভমান গিল ৯৭ বলে ১৫ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ১৩০ রান করেছিলেন৷ ইশান কিষাণ তাঁর সহযোগী হিসেবে ৫০ রান করেন৷ তৃতীয় উইকেটে তাঁরা ১৪০ রান করেন৷ গিল তিন ম্যাচের সিরিজে মোট ২৪৫ রান করেন৷
advertisement
তিনি ম্যাচের পরে বলেন, ‘‘আমি শুধু আমার ডট বলের শতাংশ কম করার চেষ্টা করছিলাম৷  আর সঠিক সময়ে বল হিট করার চেষ্টা করছিলাম৷ সিকন্দর রজা, ব্রেন্ড হবাস ভাল বল করছিলেন৷ ফলে বোলারদের টার্গেট করা দরকার ছিল৷ শতরান সবসময়েই বিশেষ৷ আমি তিনবার নব্বইয়ের ঘরে গিয়ও আউট হয়ে গিয়েছিলাম কিন্তু আমি শতরান করতে চাইছিলাম৷ ’’
advertisement
প্লেয়ার অফ দ্য সিরিজ গিল বলেন, ‘‘এই দলটার সঙ্গে বেশ কিছু সময় ধরে খেলছি৷ এই অ্যাওয়ার্ড আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই৷ কারণ তিনিই আমার প্রাথমিক কোচ ছিলেন৷ যখন  আমি গত ম্যাচে ৩৩ রান করে আউট হয়ে গিয়েছিলাম তখন ওঁর থেকে কিছু টিপস পাই৷ এটা ওঁর জন্য৷ ’’ শুভমান গিলের বাবা লখবিন্দর সিং শুরুতে ছেলেকে নিজে কোচিং করাতেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill: ম্যান অফ দ্য ম্যাচ হয়ে কাকে উৎসর্গ করলেন ট্রফি, শুভমান গিলে নিজেই জানালেন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement