Shubman Gill: ম্যান অফ দ্য ম্যাচ হয়ে কাকে উৎসর্গ করলেন ট্রফি, শুভমান গিলে নিজেই জানালেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
গিল তিন ম্যাচের সিরিজে মোট ২৪৫ রান করেন৷
#হারারে: ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজ আগেই জিতেছিল ভারতীয় ক্রিকেট দল আর সোমবার হারারেতে তৃতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজ হোয়াইট ওয়াশ করে ফেলল টিম ইন্ডিয়া৷ ভারত বনাম জিম্বাবোয়ে তৃতীয় একদিনের ম্যাটে ১৩ রানে জিম্বাবোয়েকে হারাল টিম ইন্ডিয়া৷ তরুণ ক্রিকেটার শুভমান গিল কামাল পারফরম্যান্স করেন এবং নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান সেরে ফেলেন৷ তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ বাছা হয়েছে৷ তিনি নিজের সম্মান বাবাকে উৎসর্গ করেছেন৷
advertisement
advertisement
হারারে স্পোর্টস ক্লাবে খেলা এই একদিনের ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেন৷ তাঁর শতরানের দৌলতে ৮ উইকেটে ২৮৯ রান করে ভারতীয় দল৷ এরপর জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ১১৫ রান করেন সিকন্দর রজা৷ কিন্তু তাও ৪৯.৩ ওভারে ২৭৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে৷ শুভমান গিল ৯৭ বলে ১৫ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ১৩০ রান করেছিলেন৷ ইশান কিষাণ তাঁর সহযোগী হিসেবে ৫০ রান করেন৷ তৃতীয় উইকেটে তাঁরা ১৪০ রান করেন৷ গিল তিন ম্যাচের সিরিজে মোট ২৪৫ রান করেন৷
advertisement
তিনি ম্যাচের পরে বলেন, ‘‘আমি শুধু আমার ডট বলের শতাংশ কম করার চেষ্টা করছিলাম৷ আর সঠিক সময়ে বল হিট করার চেষ্টা করছিলাম৷ সিকন্দর রজা, ব্রেন্ড হবাস ভাল বল করছিলেন৷ ফলে বোলারদের টার্গেট করা দরকার ছিল৷ শতরান সবসময়েই বিশেষ৷ আমি তিনবার নব্বইয়ের ঘরে গিয়ও আউট হয়ে গিয়েছিলাম কিন্তু আমি শতরান করতে চাইছিলাম৷ ’’
advertisement
প্লেয়ার অফ দ্য সিরিজ গিল বলেন, ‘‘এই দলটার সঙ্গে বেশ কিছু সময় ধরে খেলছি৷ এই অ্যাওয়ার্ড আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই৷ কারণ তিনিই আমার প্রাথমিক কোচ ছিলেন৷ যখন আমি গত ম্যাচে ৩৩ রান করে আউট হয়ে গিয়েছিলাম তখন ওঁর থেকে কিছু টিপস পাই৷ এটা ওঁর জন্য৷ ’’ শুভমান গিলের বাবা লখবিন্দর সিং শুরুতে ছেলেকে নিজে কোচিং করাতেন৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 7:54 AM IST