এক বছরের অপেক্ষা শেষে হারারেতে সুখবর, শুভমান গিল করলেন কেরিয়ারের প্রথম শতরান

Last Updated:

সোমবারের তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ হারারেতে তৃতীয় একদিনের ম্যাচে নিজের লাইফের প্রথম মাইলস্টোন পেরোলেন৷

Subhman Gill's first century - Photo- AFP
Subhman Gill's first century - Photo- AFP
#হারারে: বছর খানেকের অপেক্ষা, হব -হব করেও হচ্ছিল না, অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে তিন নম্বর একদিনের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন শুভমান গিল (Shubman Gill)৷ এক বছরের অপেক্ষার শেষে কাঙ্খিত শতরান করে ফেললেন শুভমান গিল৷ ৯৭ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি৷  সোমবারের তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ হারারেতে তৃতীয় একদিনের ম্যাচে নিজের লাইফের প্রথম মাইলস্টোন পেরোলেন৷
কেএল রাহুল এদিন ভারতের হয়ে ম্যাচে ওপেন করেন৷ গিলকে এদিন তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দেওয়া হয়৷ তবে শুভমান গিলকে এদিন আটকানো জিম্বাবোয়ের বোলং অ্যাটাকের কম্ম ছিল না৷ বাইশ বছরের তরুণ তুর্কি ৮২ বলে নিজের শতরান করে ফেলেন৷ ইশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে শুভমান গিল করেন ১৪০ রানের পার্টনারশিপ৷ ভারত এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ কিষাণ এদিন অর্ধশতরান করেন৷
advertisement
advertisement
advertisement
গিল আন্তর্জাতিক কেরিয়ারে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ এদিনের ম্যাচের আগে শুভমান গিল ৮ ম্যাচে ৩৬৯ রান করেছিলেন৷ তাঁর গড় ছিল ৬১.৫০৷ তিনটি অর্ধশতরান ছিল৷ গত মাসে ২ রানের জন্য শতরান মিস করেছিলেন৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তাঁর করা ৯৮ রানের ইনিংস ছিল সবচেয়ে বড় রানের ইনিংস৷ তবে সেদিন পোর্ট অফ স্পেনে বৃষ্টির কারণে ম্যাচ আগে শেষ হয়েছিল৷
advertisement
 গিলের আন্তর্জাতিক কেরিয়ারের টেস্টেও ভাল পারফরম্যান্স হয়েছে৷ বক্সিং ডেতে  ২০২০ তে অস্ট্রেলিয়া খেলা শুরুর পর ১১ টি টেস্টে চারটি অর্ধশতরান করেন৷ গিল সর্বোচ্চ ৯১ রান করেছিলেন ভারতের গাব্বায় ঐতিহাসিক ম্যাচ জয়ের ম্যাচে চতুর্থ ইনিংসে৷
advertisement
ম্যাচে ৫০ ওভারে ৮ ওভারে ২৮৯ রান করেন৷ এদিকে এদিন মিডল অর্ডার ব্যর্থ হয়েছে৷ অধিনায়ক কেএল রাহুল ৪৬ বলে ৩০ রান করেন, শিখর ধাওয়ান ৬৮ বলে ৪০ রান করেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এক বছরের অপেক্ষা শেষে হারারেতে সুখবর, শুভমান গিল করলেন কেরিয়ারের প্রথম শতরান
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement