Ashes Third Test: রাত পোহালেই অ্যাশেজের তৃতীয় টেস্ট! এবার পাল্টা লড়াইয়ের প্রতিজ্ঞা রুটের

Last Updated:

England promises comeback in Ashes at MCG. অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হারের পর নতুন প্রতিজ্ঞা রুটের, মেলবোর্ন টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ রুট, বাটলারদের

মেলবোর্ন টেস্টে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ রুট, বাটলারদের
মেলবোর্ন টেস্টে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ রুট, বাটলারদের
কারণ খুঁজলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক এবং ম্যাট প্রায়র। এই অ্যাশেজকে ঘিরে প্রস্তুতি নেওয়ার কথা বেশ আগে থেকেই বলে আসছে ইংল্যান্ড। বছর জুড়েই বিভিন্ন সংস্করণে অ্যাশেজের সম্ভাব্য খেলোয়াড়দের ‘রেস্ট অ্যান্ড রোটেশন’ বা ‘ক্রমান্বয়ে বিশ্রাম’ পদ্ধতিতে খেলোনো হয়েছে। যেটা নিয়ে সে সময় সমালোচনাও হয়েছে।
advertisement
advertisement
তবে বারবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের জন্য সবাইকে প্রস্তুত রাখার কথা বলা হলেও মাঠের পারফরম্যান্সে সেসবের প্রতিফলন দেখা যায়নি এখনো। সে প্রসঙ্গ টেনে কুক বলেছেন, ম্যাচ শেষে এখন হয়তো অনেক কিছু বলাই যায়। তবে এই সফরের আগেই ক্রিস সিলভারউডকে আমরা বলতে শুনেছি, আমরা সবচেয়ে ভাল প্রস্তুতি নেওয়া ইংল্যান্ড দল, আমরা এটার জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা সেটার জন্য, ওটার জন্য প্রস্তুতি নিয়েছি।
advertisement
হ্যাঁ, কোভিড পরিস্থিতি বা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি বদলে যাওয়া, অথবা (অস্ট্রেলিয়ায় গিয়ে) আবহাওয়ার ব্যাপারগুলো হয়তো হাতে নেই। তবে দুই ম্যাচে সিলভারউডের বলা পরিকল্পনার ছাপ দেখেননি কুক, কিন্তু তারা অ্যাশেজের সবচেয়ে বড় ম্যাচ—প্রথম ম্যাচে, এমন বোলিং আক্রমণ খেলাল, যারা এর আগে কখনো একসঙ্গে খেলেইনি! পরিকল্পনা কোথায় গেল?
আমরা পরিকল্পনার কথা বলছি, তবে সে পরিকল্পনা দেখতে পাচ্ছি না। আর প্রায়র বলছেন, ইংল্যান্ড ছোটখাটো জিনিসগুলোই ঠিকঠাক করতে পারছে না, দুই দলের ব্যাটিং-বোলিংয়ের পার্থক্য দেখার আগে এটা দেখুন—ইংল্যান্ডের এড়ানো যায় এমন ভুলগুলো। দুই টেস্টে সাতটি ক্যাচ ছাড়া, এটা চরম নেতিবাচক। অনুশীলন করে এসব এড়ানো যায়, এ পর্যায়ে এমন ভুল হওয়া উচিতও নয়।
advertisement
আবার নো বলে উইকেট নেওয়া, ইংল্যান্ড দলের এতগুলো নো বল করার ব্যাপারটা! অস্ট্রেলিয়ার মতো ভাল না করা, ফুল লেংথে বোলিং না করার মতোই হতাশাজনক এগুলো। তবে মেলবোর্ন টেস্টের আগে ইংল্যান্ড এই ব্যাপারগুলো ঠিক করে নিতে পারে বলছেন দুজনেই। সিরিজে ফিরে আসার ওটাই ইংল্যান্ডের শেষ সুযোগ। ইংল্যান্ড দলে প্রতিভার অভাব নেই।
advertisement
অস্ট্রেলিয়ায় গিয়ে তারা ২০১০-১১ সালের পর থেকে অ্যাশেজ জেতেনি ইংল্যান্ড। ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ। কিন্তু দেওয়ালে যখন পিঠ থেকে গিয়েছে, তখন মেলবোর্ন থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চালাবে ইংল্যান্ড বলছেন কুক। দুটি পরিবর্তন করেছে ইংল্যান্ড।
দলে নেওয়া হয়েছে জনি বেয়ারস্টো এবং জ্যাক ক্রলিকে। বাদ গিয়েছেন স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস। পেসার মার্ক উড এবং স্পিনার জ্যাক লিচকেও ফিরিয়ে আনা হয়েছে দলে। অস্ট্রেলিয়া দলে বাদ রিচার্ডসন। ফিরেছেন প্যাট কামিন্স। বাইরে গিয়েছেন নেসের। তার পরিবর্তে আনা হয়েছে স্কট বলান্ডকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ashes Third Test: রাত পোহালেই অ্যাশেজের তৃতীয় টেস্ট! এবার পাল্টা লড়াইয়ের প্রতিজ্ঞা রুটের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement