Arjun Ranatunga on Sri Lanka cricket : শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড চালাচ্ছে সব চোরেরা! অভিযোগ অর্জুন রনতুঙ্গার

Last Updated:

Arjuna Ranatunga says unprofessional Sri Lanka cricket board is the most corrupt institution. চোর ভর্তি শ্রীলঙ্কার ক্রিকেটে, লঙ্কান ক্রিকেট নিয়ে বিস্ফোরক রনতুঙ্গা

লঙ্কান ক্রিকেট নিয়ে বিস্ফোরক রনতুঙ্গা
লঙ্কান ক্রিকেট নিয়ে বিস্ফোরক রনতুঙ্গা
একসময়ের বিশ্বজয়ী দল শ্রীলঙ্কার ক্রিকেট এখন নড়বড়ে। দল নির্বাচন থেকে শুরু কর সর্বক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ চলে। এমনকী কোনো সিরিজের জন্য দল ঘোষণা করতেও ক্রীড়ামন্ত্রীর অনুমোদন লাগে। এসব করেও কিন্তু ক্রিকেটের কোনো উন্নতি হয়নি। এই মুহূর্তে টেস্ট র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কার অবস্থান সপ্তম, ওয়ানডেতে অষ্টম, টি-টোয়েন্টিতে নবম।
advertisement
advertisement
রনতুঙ্গা মনে করেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) দেশটির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা। এই দুর্নীতির কারণেই দেশের ক্রিকেটের করুণ দশা। এই মুহূর্তে ভারতে থাকা ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা নিজ দেশের ক্রিকেট বোর্ডের সবাইকে কঠোর সমালোচনা করে বলেন, দেশের ক্রিকেটে এখন চরম অব্যবস্থাপনা। পেশাদারিত্ব বলে কিছুই নেই।
সে কারণেই দেশের ক্রিকেটে এত সংকট। ক্রিকেটের অবস্থা এত খারাপ। দেশের সবচেয়ে দুর্নীতিপরায়ণ সংস্থা হচ্ছে ক্রিকেট বোর্ড। তারা সবকিছু গোলমাল করে ফেলেছে। বোর্ডে ক্রিকেট চালানোর জন্য কোনো পেশাদার ব্যক্তি নেই।' রনতুঙ্গা আরও বলেন, শ্রীলঙ্কায় অনেক ক্রিকেট প্রতিভা আছে। কিন্তু ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনার কারণে প্রতিভা আমরা ধরে রাখতে পারছি না। এটা একটা বড় সমস্যা।
advertisement
নির্বাচনের সময় এলে দেখবেন ১৪৩-১৪৪জন ভোটার। পুরো ব্যাপারটাই অর্থের লেনদেনের ওপর চলে। এ মুহূর্তে আমাদের একজন ভালো ক্রীড়ামন্ত্রী দরকার, যিনি বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। পুরো বিষয়টা গোছাতে পারবেন। কিন্তু সমস্যা হলো, শ্রীলঙ্কায় সব চোরেরা ক্রিকেট বোর্ডের পদগুলো দখল করে নিয়েছে!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Arjun Ranatunga on Sri Lanka cricket : শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড চালাচ্ছে সব চোরেরা! অভিযোগ অর্জুন রনতুঙ্গার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement