বাংলার তিরন্দাজ অনিমেষ রায়ের জয়জয়কার, জিতলেন সোনার পদক! প্রশংসায় মুখ্যমন্ত্রী

Last Updated:

Archery- গুজরাতে অনুষ্ঠিত ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪-এ অনূর্ধ্ব-১৯ বিভাগে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি-র প্রতিভাবান তিরন্দাজ অনিমেষ রায় তাঁর অসাধারণ দক্ষতা প্রদর্শন করে সোনার পদক জিতেছেন ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে।

News18
News18
কলকাতা: জাতীয় স্কুল গেমসে বেঙ্গল আর্চারি অ্য়াকাডেমির সাফল্য। সোনার পদক জিতলেন বাংলার তিরন্দাজ।
গুজরাতে অনুষ্ঠিত ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪-এ অনূর্ধ্ব-১৯ বিভাগে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি-র প্রতিভাবান তিরন্দাজ অনিমেষ রায় তাঁর অসাধারণ দক্ষতা প্রদর্শন করে সোনার পদক জিতেছেন ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে।
আরও পড়ুন- ১০০ টাকার পেট্রোল বিক্রি করে কত টাকা লাভ হয় পেট্রোল পাম্পের? শুনলে চমকে যাবেন
অনিমেষ রায়ের এই সাফল্যের জন্য তাঁকে নিজের এক্স হ্যান্ডেল মারফত শুভেচ্ছা জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র অনিমেষ রায়কে স্বর্ণপদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। তিনি বলেছেন, বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র অনিমেষ রায়ের এই সাফল্য প্রমাণ করে দেয় রাজ্য সরকার পরিচালিত এই অ্যাকাডেমি সঠিক লক্ষ্যে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এখান থেকে আরও অনেক ছাত্র-ছাত্রীরা বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করবে।
advertisement
advertisement
আরও পড়ুন- ১০ জিবি ডেটা মাত্র ১১ টাকায়! অবিশ্বাস‍্য অফার, যত খুশি সিনেমা দেখুন, নেট ঘাঁটুন
ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্য়াকাডেমি থেকে একের পর এক তিরন্দাজ রাজ্য ও জাতীয় স্তরে দুরন্ত পারফর্ম করছেন। এর আগেও একাধিক প্রতিযোগিতায় পদক জিতেছেন অনিমেষ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলার তিরন্দাজ অনিমেষ রায়ের জয়জয়কার, জিতলেন সোনার পদক! প্রশংসায় মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement