স্বামী-পুত্র মারা যাওয়ার পর তাঁকে শুনতে হয়েছিল ডাইনি, মেয়েকে বেচে দিয়েছেন,আজ বিশ্বজয়ী অর্চনার মা গর্বিতা
- Published by:Debalina Datta
Last Updated:
সাবিত্রী দেবী জানিয়েছেন তাঁকে এমন কথাও শুনতে হয়েছে যে মেয়েকে বেচে দিয়েছেন , মেয়েকে ধান্দায় লাগিয়ে দিয়েছেন৷ কোনও রাখঢাক নয় একেবারে মুখের ওপর এই কথা বলতেন তাঁর এলাকার লোকজন৷
#কলকাতা: স্বামীকে হারিয়েছেন ক্যান্সারে, ছেলে মারা গেছে সাপের কামড়ে, তাই অর্চনা দেবীর মা কে একসময় সমাজ ডাইনি বলে চিহ্নিত করেছিল৷ সাবিত্রী দেবী একেবার ঝুপড়িতে থেকেও মেয়ের স্বপ্নকে হারিয়ে যেতে দেননি৷ আর সেই মেয়ে সাবিত্রী দেবীর মুখ বিশ্বমঞ্চে তুলে ধরলেন ৷ অর্চনা ভারত বনাম ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপে এক দুরন্ত ও উড়ন্ত ক্যাচ নিয়ে ভারতকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দিলেন৷ ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেন্স , নিমাহ হল্যান্ডের উইকেট নেন৷
মোরাদাবাদের অল গার্লস বোর্ডিং স্কুলে গঞ্জে কস্তুরবা গান্ধী আওয়াসিয়া বালিকা বিদ্যালয়ে পড়তেন৷ উন্নাওতে নিজের গ্রামের থেকে ১৫-২০ কিলোমিটার দূরের এই বোর্ডিং স্কুলে পড়াশুনো করেন৷ নিজের বাড়ির জমি কোনও ভুয়ো জমির মালিককে বিক্রি করেছেন৷
advertisement
advertisement
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সাবিত্রী দেবী জানিয়েছেন তাঁকে এমন কথাও শুনতে হয়েছে যে মেয়েকে বেচে দিয়েছেন , মেয়েকে ধান্দায় লাগিয়ে দিয়েছেন৷ কোনও রাখঢাক নয় একেবারে মুখের ওপর এই কথা বলতেন তাঁর এলাকার লোকজন৷
আরও পড়ুন - Weather Update: সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট
advertisement
এই অর্চনা দেবীর রবিবার যে ক্যাচটি নিয়েছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে৷ দেখেছেন কী সেই উড়ন্ত ক্যাচের ভাইরাল ভিডিও৷
Archana Devi takes a splendid one-handed blinder with a full length dive to dismiss Ryana. The fielding has been top class by Team India.
Watch #INDvENGFinalOnFanCode https://t.co/T4vX72TcLA . .#U19T20WorldCup #TeamIndia #INDvENG pic.twitter.com/nUPQxopaAx — FanCode (@FanCode) January 29, 2023
advertisement
তবে যে সাবিত্রী দেবী একসময় ডাইনি অপবাদ শুনেছেন, মেয়েকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য মেয়ে বিক্রির অপবাদ শুনেছেন৷ এদিন বিশ্বকাপের ফাইনাল দেখতে তাঁর ঘরে ভর্তি লোকজন৷ এত লোকজন এসে তাঁদের বাড়িতে ছিলেন যে সকলকে দেওয়ার মতো কম্বল অবধি ঘরে ছিল না৷
কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে যান অর্চনার মা সাবিত্রী দেবী৷ তিনি জানিয়েছেন যাঁরা তাঁর বাড়ির ছায়া অবধি মারাতেন না তাঁরাই এদিন তাঁর বাড়িতে এসে ভিড় করেছিলেন মেয়ের খেলা দেখতে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 6:41 PM IST