স্বামী-পুত্র মারা যাওয়ার পর তাঁকে শুনতে হয়েছিল ডাইনি, মেয়েকে বেচে দিয়েছেন,আজ বিশ্বজয়ী অর্চনার মা গর্বিতা

Last Updated:

সাবিত্রী দেবী জানিয়েছেন তাঁকে এমন কথাও শুনতে হয়েছে যে মেয়েকে বেচে দিয়েছেন , মেয়েকে ধান্দায় লাগিয়ে দিয়েছেন৷ কোনও রাখঢাক নয় একেবারে মুখের ওপর এই কথা বলতেন তাঁর এলাকার লোকজন৷

Archana Devi who takes stunning catch once her mother was termed as witch
Archana Devi who takes stunning catch once her mother was termed as witch
#কলকাতা: স্বামীকে হারিয়েছেন ক্যান্সারে, ছেলে মারা গেছে সাপের কামড়ে, তাই অর্চনা দেবীর মা কে একসময় সমাজ ডাইনি বলে চিহ্নিত করেছিল৷ সাবিত্রী দেবী একেবার ঝুপড়িতে থেকেও মেয়ের স্বপ্নকে হারিয়ে যেতে দেননি৷ আর সেই মেয়ে সাবিত্রী দেবীর মুখ বিশ্বমঞ্চে তুলে ধরলেন ৷ অর্চনা ভারত বনাম ইংল্যান্ড  অনুর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপে এক দুরন্ত ও উড়ন্ত ক্যাচ নিয়ে ভারতকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দিলেন৷  ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেন্স , নিমাহ হল্যান্ডের উইকেট নেন৷
মোরাদাবাদের অল গার্লস বোর্ডিং স্কুলে গঞ্জে কস্তুরবা গান্ধী আওয়াসিয়া বালিকা বিদ্যালয়ে পড়তেন৷ উন্নাওতে নিজের গ্রামের থেকে ১৫-২০ কিলোমিটার দূরের এই বোর্ডিং স্কুলে পড়াশুনো করেন৷ নিজের বাড়ির জমি কোনও ভুয়ো জমির মালিককে বিক্রি করেছেন৷
advertisement
advertisement
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সাবিত্রী দেবী জানিয়েছেন তাঁকে এমন কথাও শুনতে হয়েছে যে মেয়েকে বেচে দিয়েছেন , মেয়েকে ধান্দায় লাগিয়ে দিয়েছেন৷ কোনও রাখঢাক নয় একেবারে মুখের ওপর এই কথা বলতেন তাঁর এলাকার লোকজন৷
advertisement
এই অর্চনা দেবীর রবিবার যে ক্যাচটি নিয়েছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে৷ দেখেছেন কী সেই উড়ন্ত ক্যাচের ভাইরাল ভিডিও৷
advertisement
তবে যে সাবিত্রী দেবী একসময় ডাইনি অপবাদ শুনেছেন, মেয়েকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য মেয়ে বিক্রির অপবাদ শুনেছেন৷ এদিন বিশ্বকাপের ফাইনাল দেখতে তাঁর ঘরে ভর্তি লোকজন৷ এত লোকজন এসে তাঁদের বাড়িতে ছিলেন যে সকলকে দেওয়ার মতো কম্বল অবধি ঘরে ছিল না৷
কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে যান অর্চনার মা সাবিত্রী দেবী৷ তিনি জানিয়েছেন যাঁরা তাঁর বাড়ির ছায়া অবধি মারাতেন না তাঁরাই এদিন তাঁর বাড়িতে এসে ভিড় করেছিলেন মেয়ের খেলা দেখতে৷
বাংলা খবর/ খবর/খেলা/
স্বামী-পুত্র মারা যাওয়ার পর তাঁকে শুনতে হয়েছিল ডাইনি, মেয়েকে বেচে দিয়েছেন,আজ বিশ্বজয়ী অর্চনার মা গর্বিতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement