ISL 2016: শাস্তির মেয়াদ শেষ, পুণের বেঞ্চে ফিরছেন হাবাস

Last Updated:

কলকাতা ছেড়ে পুণের দায়িত্ব নিয়েছেন। কিন্তু আইএসএলে এখনও হাবাস ম্যাজিক দেখা যায় নি।

#পুণে: কলকাতা ছেড়ে পুণের দায়িত্ব নিয়েছেন। কিন্তু আইএসএলে এখনও হাবাস ম্যাজিক দেখা যায় নি। তবে চার ম্যাচের নির্বাসন কাটিয়ে এবার পুণের রিজার্ভ বেঞ্চে ফিরছেন স্প্যানিশ কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস।
এটিকের রিজার্ভ বেঞ্চে এবার অনেকেই মিস করছেন সাদা শার্ট পরা এক ভদ্রলোককে। বিতর্কিত অথচ রংদার চরিত্রের ভদ্রলোকের নাম অ্যান্তনিও লোপেজ হাবাস। গত দুটো বছর হাবাসের হাঁকডাকে তটস্থ হয়ে থাকতেন কর্তারা। আদ্যন্ত শৃঙ্খলাপরায়ণ হাবাসের কোচিংয়েই প্রথম আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা।
স্প্যানিশ কোচ এখন পুণের দায়িত্বে। কিন্তু আইএসএলে হাবাস ম্যাজিক এখনও অদৃশ্য। টেবলে ৭ নম্বরে রয়েছে পুণে। চার ম্যাচে জয় মাত্র একটিতে। নির্বাসনের গেরোয় ফেঁসে চার ম্যাচ ভিআইপি গ্যালারিতে কাটাতে হয়েছে হাবাসকে। শাস্তির মেয়াদ কাটিয়ে এবার ডাগ আউটে ফিরবেন হাবাস। পুণে কর্তারা আশায় সাদা শার্টের ভদ্রলোক বেঞ্চে ফিরলেই বদলে যাবে পুণে। হাবাস কি পারবেন পুরনো ম্যাজিক দেখাতে?
advertisement
advertisement
এদিকে কলকাতায় আসছেন ফরাসি সুপারস্টার ফুটবলার থিয়েরি অঁরি। আগামী ২৫ অক্টোবর কলকাতায় এটিকে এবং মুম্বই সিটি এফসির ম্যাচ রয়েছে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ দেখবেন প্রাক্তন ফরাসি তারকা। মূলত মুম্বই দলের কিট স্পনসরদের আমন্ত্রনেই কলকাতায় আসছেন অঁরি। মুম্বইয়ের তরফে এটিকে কর্তাদের কাছে ইতিমধ্যে সবুজ-সঙ্কেতও পৌঁছে গিয়েছে। বিশ্বকাপার ও ইপিএলে আর্সেনালের হয়ে চুটিয়ে খেলা অঁরিকে ম্যাচের মাঝে ছোট সংবর্ধনা দেওয়ার কথাও ভেবে রেখেছেন এটিকে কর্তারা। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে অঁরিকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে এটিকে ফ্র্যাঞ্চাইজির।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2016: শাস্তির মেয়াদ শেষ, পুণের বেঞ্চে ফিরছেন হাবাস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement