মাত্র দু’মাসেই সিদ্ধান্ত বদল ! অবসর ভেঙে মাঠে ফিরছেন আম্বাতি রায়াডু
Last Updated:
মাত্র দু’মাস ৷ আর এর মধ্যেই একেবারে ‘ইউ টার্ন’ ৷ নিজের সিদ্ধান্ত বদল করলেন আম্বাতি রায়াডু ৷
#নয়াদিল্লি: মাত্র দু’মাস ৷ আর এর মধ্যেই একেবারে ‘ইউ টার্ন’ ৷ নিজের সিদ্ধান্ত বদল করলেন আম্বাতি রায়াডু ৷ অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন তিনি ৷ ফের সবধরণের ক্রিকেট খেলতে চান বলে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HCA)-কে ই-মেল করে জানিয়েছেন রায়াডু ৷
৩৩ বছরের রায়াডু এর আগে বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার দুঃখে ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷ এর দু’মাস যেতে না যেতেই ফের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন আম্বাতি ৷ HCA-কে ইমেল করে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন তিনি ৷ রায়াডু লেখেন, ‘‘ আমি অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরতে চাই ৷ সবধরণের ফর্ম্যাটেই খেলতে চাই ৷ এর জন্য চেন্নাই সুপার কিংস, ভিভিএস লক্ষ্মণ এবং নোয়েল ডেভিডকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ৷ ওরাই আমাকে বুঝিয়েছেন, আরও অনেক ক্রিকেট খেলা আমার বাকি রয়েছে ৷ হায়দরাবাদ দলের সঙ্গে আরও একটা মরশুম খেলার জন্য মুখিয়ে রয়েছি আমি ৷ আগামী ১০ সেপ্টেম্বর থেকে আমি ফের হায়দরাবাদের হয়ে মাঠে নেমে পড়ব ৷ ’’
advertisement
.... And in just 58 days, Ambati Rayudu returns! He's now available for selection in all formats#Ambatirayudu #icc pic.twitter.com/dUGxqOq0Pb
— PRAJNESH PUROHIT (@PurohitPrajnesh) August 30, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2019 4:06 PM IST