ভারতীয় দলের দ্বিতীয় শামি তিনি! তারকা পেসার জানিয়ে দিলেন আগামী টার্গেট

Last Updated:

Indian Team: ইংল্যান্ড সফরে অনবদ্য পারফর্ম করেছেন বাংলার পেসার মুকেশ কুমার। দেশে ফিরেই নিজের আগামী টার্গেট জানিয়ে দিলেন ডান হাতি মিডিয়াম পেসার।

News18
News18
ইংল্যান্ড সফরে অনবদ্য পারফর্ম করেছেন বাংলার পেসার মুকেশ কুমার। দেশে ফিরেই নিজের আগামী টার্গেট জানিয়ে দিলেন ডান হাতি মিডিয়াম পেসার। ভারতের উদীয়মান পেসার আকাশ দীপ জানিয়েছেন, তার স্বপ্ন হলো নিজের সেরাটা ক্রিকেট মাঠে তুলে ধরা এবং নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে তিনি সব ফরম্যাটে খেলতে পারেন। যদিও দলে সুযোগ পাওয়ার সিদ্ধান্ত তার হাতে নয়, তবুও সীমিত যে সুযোগ তাকে দেওয়া হয়, সেখানে নিজের দক্ষতা প্রমাণ করাই এখন তার লক্ষ্য।
ইংল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত টেস্টে দুর্দান্ত ব্যাটিং করলেও আকাশ নিজেকে অলরাউন্ডার হিসেবে দেখতে আগ্রহী নন। তার মতে, “ওভালে দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেছিলাম, সেটা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তবে আমি চাই বোলিং দিয়েই ম্যাচ জেতাতে।” এর আগেও মেলবোর্ন টেস্টে দুটি ছক্কা মেরে ব্যাটিং দক্ষতা দেখিয়েছিলেন তিনি, তবে ব্যাটিং নয়, বোলিংকেই প্রাধান্য দেন আকাশ।
advertisement
চোটের কারণে তিনি দুলীপ ট্রফিতে খেলতে পারেননি। ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে পাওয়া আঘাতের জন্যই বিশ্রামে ছিলেন। আকাশ বলেন, “আসলে এটা কোনো বড় চোট ছিল না, কেবল একটি ইমপ্যাক্ট ইনজুরি। আমি গত ছয় মাসে টানা খেলেছি, তাই শরীরের বিশ্রাম দরকার ছিল।”
advertisement
advertisement
আগামী ৩১ আগস্ট রবিবার থেকে তিনি আবার নেট সেশনে নামবেন বলে জানিয়েছেন। তার লক্ষ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে পুরনো ছন্দ ফিরে পাওয়া। আকাশ ফিট থাকলে নির্বাচকরা তাকে দলে রাখবেন বলেই আশা করা হচ্ছে। অনেকেই তাকে দ্বিতীয় মহম্মদ শামি বলছে। কারণ তাঁর সিম মুভমেন্ট ও সুইং ও রিভার্স সুইং করানোর দক্ষতা। তবে এখনই এসব নিয়ে ভাবতে নারাজ তিনি।
advertisement
ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে পাঁচটি টেস্ট খেলা মানসিক ও শারীরিকভাবে কঠিন বলে মনে করেন আকাশ। তাই নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলার দিকেই মনোযোগী তিনি। তরুণ এই পেসারের চোখ এখন ভবিষ্যতের দিকে, যেখানে তিনি ভারতীয় দলের একজন নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠতে চান।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় দলের দ্বিতীয় শামি তিনি! তারকা পেসার জানিয়ে দিলেন আগামী টার্গেট
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement