ভারতীয় ক্রিকেটে ধোনির কামব্যাক! বড় অফার দিল বিসিসিআই! কী হবে গম্ভীরের?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni Offered Big All Format Job By BCCI: ধোনি বর্তমানে তার আইপিএল দল চেন্নাই সুপার কিংসের আগামী মরশুমের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, এটি তার শেষ আইপিএল হতে পারে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রাক্তন ও সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অল-ফরম্যাট মেন্টরশিপের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রস্তাব দিয়েছে। এই ভূমিকার আওতায় পুরুষ, মহিলা ও জুনিয়র ক্রিকেট দল থাকবে। বোর্ড মনে করছে, ভারতের তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে ধোনির অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ দারুণ কাজে আসবে।
তবে, একটি রিপোর্ট অনুযায়ী, ধোনি এই প্রস্তাব গ্রহণে আগ্রহী নন যতক্ষণ না গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হিসেবে রয়েছেন। ধোনি ও গম্ভীরের মধ্যে অতীত থেকে চলে আসা মতবিরোধই এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি স্বল্প সময়ের জন্য মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তবে এবার তাকে আরও বিস্তৃত ও স্থায়ী দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে।
advertisement
ধোনি বর্তমানে তার আইপিএল দল চেন্নাই সুপার কিংসের আগামী মরশুমের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, এটি তার শেষ আইপিএল হতে পারে। বয়স ৪৪ ছুঁলেও ধোনি মাঠে পারফর্ম করে চলেছেন, যদিও তিনি এখনো পর্যন্ত কোনো উচ্চ পর্যায়ে কোচিং বা মেন্টরশিপের ভূমিকা গ্রহণ করেননি।
advertisement
অন্যদিকে, গৌতম গম্ভীরের কোচিং অভিজ্ঞতা না থাকলেও তিনি লখনউ ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে সফল ছিলেন। তার অধীনেই ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, যা তার কোচিং কেরিয়ারের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে টেস্ট দলে ধারাবাহিকতার অভাব রয়েছে, যা তার কোচিং দক্ষতার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে।
advertisement
আরও পড়ুনঃ ১২ বলে ১১টি ছয় মেরে বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের! ভেঙে দিলেন যুবরাজ-পোলার্ড-গিবসদের রেকর্ড
সব মিলিয়ে, ধোনিকে দলের সঙ্গে যুক্ত করতে চায় বিসিসিআই, তবে বর্তমান কোচিং পরিবেশ ও সম্পর্কগত জটিলতা ধোনির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। সামনে বোর্ড কীভাবে এই দুই কিংবদন্তিকে এক প্ল্যাটফর্মে আনার পথ তৈরি করে, সেটিই দেখার বিষয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 10:14 AM IST