১২ বলে ১১টি ছয় মেরে বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের! ভেঙে দিলেন যুবরাজ-পোলার্ড-গিবসদের রেকর্ড

Last Updated:

Salman Nizar Hits 11 Sixes In 12 Balls Create World Record: কেরালা ক্রিকেট লিগে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন কালীকট দলের ব্যাটসম্যান সালমান নিজার। ভেঙে দিলেন যুরাজ সিং, কায়রন পোলর্ড, হার্শল গিবস, রবি শাস্ত্রীদের রেকর্ড।

News18
News18
কেরালা ক্রিকেট লিগে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন কালীকট দলের ব্যাটসম্যান সালমান নিজার। ভেঙে দিলেন যুরাজ সিং, কায়রন পোলর্ড, হার্শল গিবস, রবি শাস্ত্রীদের রেকর্ড। তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে ত্রিভানদ্রামের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ১২ বলে ১১টি ছয় মেরে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে সালমানের এই ব্যাটিং তাণ্ডব ক্রিকেট প্রেমীদের বিস্মিত করেছে। তার ইনিংসটি টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম বিস্ময়কর পারফরম্যান্স হিসেবে ধরা হচ্ছে।
ম্যাচের শুরুতে কালীকট দল ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায়। ১৮ ওভার শেষে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১১৫ রান। পিচে ডাবল পেস থাকায় রান করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই মাঠে নামেন সালমান নিজার। তার ব্যাটে শুরু হয় ছয়ের বৃষ্টি। মাত্র ২৬ বল খেলে তিনি ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১১টি বিশাল ছয়।
advertisement
advertisement
বিশেষ করে ১৯তম ওভারে ভারতীয় ক্রিকেটার বাসিল থাম্পির বিরুদ্ধে সালমান পরপর পাঁচটি ছয় মারেন। শেষ বলে শট রান নেন তিনি। শেষ ওভার নিজে ব্যাট করার জন্যই এই সিদ্ধান্ত নেন সালমান। ওভারে ওঠে ৩১ রান। পরের ওভারে অভিজিৎ প্রবীণের ছয় বলে ছয় ছক্কা মারেন সলমন। পাশাপাশি ওয়াইড বলে আরও চার রান দেন বোলার। অর্থাৎ, সেই ওভারে আসে ৪০ রান। শেষ দুই ওভারে ৭১ রান করেন সলমন।
advertisement
advertisement
মাত্র দুই ওভারে ৭১ রান তুলে বিশ্বরেকর্ড গড়েন সালমান। টি-টোয়েন্টির ইতিহাসে শেষ দুই ওভারে এটি সর্বোচ্চ রান। এছাড়া ১২ বলে ১১টি ছয়ও আজ পর্যন্ত কেউ মারতে পারেনি। সালমান নিজারের এই ইনিংস প্রমাণ করে যে, একটি ম্যাচে পরিস্থিতি যাই হোক, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। তার ব্যাটিং কৌশল ও সাহসিকতা শুধু কালীকট দলকে জয় এনে দেয়নি, বরং তাকে নিয়ে গেছে ক্রিকেট ইতিহাসের এক নতুন উচ্চতায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১২ বলে ১১টি ছয় মেরে বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের! ভেঙে দিলেন যুবরাজ-পোলার্ড-গিবসদের রেকর্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement