১২ বলে ১১টি ছয় মেরে বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের! ভেঙে দিলেন যুবরাজ-পোলার্ড-গিবসদের রেকর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Salman Nizar Hits 11 Sixes In 12 Balls Create World Record: কেরালা ক্রিকেট লিগে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন কালীকট দলের ব্যাটসম্যান সালমান নিজার। ভেঙে দিলেন যুরাজ সিং, কায়রন পোলর্ড, হার্শল গিবস, রবি শাস্ত্রীদের রেকর্ড।
কেরালা ক্রিকেট লিগে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন কালীকট দলের ব্যাটসম্যান সালমান নিজার। ভেঙে দিলেন যুরাজ সিং, কায়রন পোলর্ড, হার্শল গিবস, রবি শাস্ত্রীদের রেকর্ড। তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে ত্রিভানদ্রামের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ১২ বলে ১১টি ছয় মেরে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে সালমানের এই ব্যাটিং তাণ্ডব ক্রিকেট প্রেমীদের বিস্মিত করেছে। তার ইনিংসটি টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম বিস্ময়কর পারফরম্যান্স হিসেবে ধরা হচ্ছে।
ম্যাচের শুরুতে কালীকট দল ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায়। ১৮ ওভার শেষে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১১৫ রান। পিচে ডাবল পেস থাকায় রান করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই মাঠে নামেন সালমান নিজার। তার ব্যাটে শুরু হয় ছয়ের বৃষ্টি। মাত্র ২৬ বল খেলে তিনি ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১১টি বিশাল ছয়।
advertisement
One man. One over. Five rockets launched into orbit. 🚀
Salman Nizar just turned the 19th into a massacre!#KCLSeason2 #KCL2025 pic.twitter.com/up2rGcTdqU— Kerala Cricket League (@KCL_t20) August 30, 2025
advertisement
বিশেষ করে ১৯তম ওভারে ভারতীয় ক্রিকেটার বাসিল থাম্পির বিরুদ্ধে সালমান পরপর পাঁচটি ছয় মারেন। শেষ বলে শট রান নেন তিনি। শেষ ওভার নিজে ব্যাট করার জন্যই এই সিদ্ধান্ত নেন সালমান। ওভারে ওঠে ৩১ রান। পরের ওভারে অভিজিৎ প্রবীণের ছয় বলে ছয় ছক্কা মারেন সলমন। পাশাপাশি ওয়াইড বলে আরও চার রান দেন বোলার। অর্থাৎ, সেই ওভারে আসে ৪০ রান। শেষ দুই ওভারে ৭১ রান করেন সলমন।
advertisement
The final over was pure annihilation! Salman rewrote the final over with six brutal signatures. 🖋️💣#KCLSeason2 #KCL2025 pic.twitter.com/gVYjHxhp3H
— Kerala Cricket League (@KCL_t20) August 30, 2025
আরও পড়ুনঃ Asia Cup 2025: ৩ ম্যাচে ২৭২ রান, এশিয়া কাপের আগে বিধ্বংসী ফর্মে ভারতীয় তারকা, চাপ বাড়ছে গিলের!
advertisement
মাত্র দুই ওভারে ৭১ রান তুলে বিশ্বরেকর্ড গড়েন সালমান। টি-টোয়েন্টির ইতিহাসে শেষ দুই ওভারে এটি সর্বোচ্চ রান। এছাড়া ১২ বলে ১১টি ছয়ও আজ পর্যন্ত কেউ মারতে পারেনি। সালমান নিজারের এই ইনিংস প্রমাণ করে যে, একটি ম্যাচে পরিস্থিতি যাই হোক, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। তার ব্যাটিং কৌশল ও সাহসিকতা শুধু কালীকট দলকে জয় এনে দেয়নি, বরং তাকে নিয়ে গেছে ক্রিকেট ইতিহাসের এক নতুন উচ্চতায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 8:01 PM IST