সাক্ষীর আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করবে এয়ার ইন্ডিয়া !

Last Updated:

একেই বলে হয়তো স্বপ্নের উড়ান ৷ একদিকে ভারতের হয়ে অলিম্পিকে প্রথম পদক জিতলেন কুস্তিগীর সাক্ষী মালিক ৷

#নয়াদিল্লি: একেই বলে হয়তো স্বপ্নের উড়ান ৷ একদিকে ভারতের হয়ে অলিম্পিকে প্রথম পদক জিতলেন কুস্তিগীর সাক্ষী মালিক ৷ তো অন্যদিকে ছোটবেলার স্বপ্নের বাস্তবরূপ ! অলিম্পিকে দেশের হয়ে পদক জিতে সাক্ষাৎকারে সাক্ষী বললেন, ‘অলিম্পিক ব্যাপারটা আমি খুব একটা বুঝতাম না ৷ আমার তো স্বপ্ন ছিল প্লেনে চড়ে নানা দেশ-বিদেশ ঘুরব ৷ আর সেই জন্যই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলাম !’
সাক্ষী মালিক এই নিপাট সৎ মন্তব্যে শুধু দেশের মানুষের মন জয় করেননি ৷ সঙ্গে জিতে নিয়েছে এয়ার ইন্ডিয়াকেও ৷ তাই তো সাক্ষীর কীর্তিকে সম্মান জানাতে সম্প্রতি এয়ার ইন্ডিয়া সাক্ষীকে দিতে চলেছে বিজনেস ক্লাসের দুটি টিকিট একদম বিনামূল্যে ৷
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে সাক্ষীকে দেওয়া চিঠিতে জানানো হল, ‘প্রিয় সাক্ষী, তোমার এই কৃতিত্বের জন্য গোটা দেশ, গোটা এয়ার ইন্ডিয়া পরিবার গর্বিত ৷ তোমার উড়ানের স্বপ্নকে পূরণ করতে পারলে আমরা নিজেদের গর্বিত মনে করব ৷ তাই এক বছরের জন্য তোমাকে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দুটো টিকিট দেওয়া হল ৷ এই টিকিটে দেশ ও বিদেশের যে জায়গায় এয়ার ইন্ডিয়ার উড়ান যায়, সেখানে নিখরচায় উড়ান নিতে পার ৷ টিকিট নিতে হলে, এই চিঠি নিয়ে এয়ার ইন্ডিয়ার ম্যানেজারের সঙ্গে দেখা করলেই হল ! উজ্জল ভবিষ্যতের জন্য তোমায় শুভেচ্ছা...’
advertisement
advertisement
তবে এখানেই শেষ নয়, সাক্ষীকে প্রায় তিনকোটি টাকা ও চাকরীর দিয়ে সম্মান জানাবে বলে ঘোষণা করেছে হরিয়ানা সরকার ৷ উত্তর প্রদেশের সরকার সাক্ষীকে রাণী লক্ষ্মী বাঈ সম্মানের মধ্যে দিয়ে ৩ লাখ টাকা পুরস্কার দেবে বলেও ঘোষণা করেছে ৷
sakshi-mos_081916124717
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সাক্ষীর আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করবে এয়ার ইন্ডিয়া !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement