Africa Cup of Nations: ফুটবল মাঠে তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ! ক্যামেরুনে পদপিষ্ট হয়ে মৃত ৮
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Africa Cup Of Nations Accident: মৃতদের মধ্যে এক জন শিশুও রয়েছে ৷ আফ্রিকা কাপ অফ নেশনস চলাকালীনই ক্যামেরুনের মাঠে এই দুর্ঘটনা ঘটে ৷
ইয়াওনডে: মাঠে খেলা দেখতে গিয়ে বিপত্তি ৷ ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ৷ আফ্রিকার ক্যামেরুনের মাঠে সাংঘাতিক দুর্ঘটনা ৷ ভিড়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতদের মধ্যে এক জন শিশুও রয়েছে ৷ আফ্রিকা কাপ অফ নেশনস চলাকালীনই ক্যামেরুনের মাঠে এই দুর্ঘটনা ঘটে ৷
সংবাদসংস্থা বিবিসি সূত্রে খবর, ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে দর্শকাসন প্রায় ৬০ হাজার ৷ কিন্তু করোনার কারণে মাঠে ১০০ শতাংশ দর্শকের প্রবেশ ছিল নিষেধ ৷ আগে ৬০ শতাংশের অনুমতি থাকলেও পরে তা বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছিল ৷ দর্শকসংখ্যা বাড়াতেই বিপত্তি ৷ খেলা দেখতে আরও বেশি সংখ্যায় ফুটবলপ্রেমীরা চলে আসেন ৷ মৃত মোট ৮ জনের মধ্যে ২ জন মহিলা এবং চার জন পুরুষ ৷ অধিকাংশের বয়সই ৩০-এর মধ্যে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
Six people are reported to have been killed and dozens hurt in a crush outside a stadium hosting an Africa Cup of Nations match in Cameroon.
Video footage showed football fans struggling to get access to the Paul Biya stadium in a neighbourhood of the capital Yaounde. pic.twitter.com/a6WLbFZORj — Charles Ayitey (@CharlesAyitey_) January 24, 2022
advertisement
মাঠে ঢোকার সময় প্রবল ধাক্কাধাক্কি শুরু হয় ৷ আর তার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ প্রচুর সংখ্যায় দর্শক আহত হন ৷ ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ফুটেজেই তা দেখা গিয়েছে ৷ এভাবে হুড়োমুড়ি করে মাঠে ঢুকতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনেন দর্শকরা ৷
advertisement
ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের ৷ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয় ৷ ক্যামেরুনের স্বাস্থ্যমন্ত্রী মানাউদা মালাচি ট্যুইট করে জানিয়েছেন, আহতদের জন্য চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। যাবতীয় খরচ সরকার দেবে।
Location :
First Published :
January 25, 2022 5:19 PM IST