Africa Cup of Nations: ফুটবল মাঠে তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ! ক্যামেরুনে পদপিষ্ট হয়ে মৃত ৮
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Africa Cup Of Nations Accident: মৃতদের মধ্যে এক জন শিশুও রয়েছে ৷ আফ্রিকা কাপ অফ নেশনস চলাকালীনই ক্যামেরুনের মাঠে এই দুর্ঘটনা ঘটে ৷
ইয়াওনডে: মাঠে খেলা দেখতে গিয়ে বিপত্তি ৷ ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ৷ আফ্রিকার ক্যামেরুনের মাঠে সাংঘাতিক দুর্ঘটনা ৷ ভিড়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতদের মধ্যে এক জন শিশুও রয়েছে ৷ আফ্রিকা কাপ অফ নেশনস চলাকালীনই ক্যামেরুনের মাঠে এই দুর্ঘটনা ঘটে ৷
সংবাদসংস্থা বিবিসি সূত্রে খবর, ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে দর্শকাসন প্রায় ৬০ হাজার ৷ কিন্তু করোনার কারণে মাঠে ১০০ শতাংশ দর্শকের প্রবেশ ছিল নিষেধ ৷ আগে ৬০ শতাংশের অনুমতি থাকলেও পরে তা বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছিল ৷ দর্শকসংখ্যা বাড়াতেই বিপত্তি ৷ খেলা দেখতে আরও বেশি সংখ্যায় ফুটবলপ্রেমীরা চলে আসেন ৷ মৃত মোট ৮ জনের মধ্যে ২ জন মহিলা এবং চার জন পুরুষ ৷ অধিকাংশের বয়সই ৩০-এর মধ্যে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
Six people are reported to have been killed and dozens hurt in a crush outside a stadium hosting an Africa Cup of Nations match in Cameroon.
Video footage showed football fans struggling to get access to the Paul Biya stadium in a neighbourhood of the capital Yaounde. pic.twitter.com/a6WLbFZORj — Charles Ayitey (@CharlesAyitey_) January 24, 2022
advertisement
মাঠে ঢোকার সময় প্রবল ধাক্কাধাক্কি শুরু হয় ৷ আর তার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ প্রচুর সংখ্যায় দর্শক আহত হন ৷ ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ফুটেজেই তা দেখা গিয়েছে ৷ এভাবে হুড়োমুড়ি করে মাঠে ঢুকতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনেন দর্শকরা ৷
advertisement
ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের ৷ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয় ৷ ক্যামেরুনের স্বাস্থ্যমন্ত্রী মানাউদা মালাচি ট্যুইট করে জানিয়েছেন, আহতদের জন্য চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। যাবতীয় খরচ সরকার দেবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2022 5:19 PM IST