#লন্ডন: একই দিনে ওভালে দুই ছবি। স্মিথকে কটূক্তি করায় ভারতীয় সমর্থকদের সমালোচনায় বিরাট। আবার অন্যদিকে সন্দেহজনক আচরণ অজি স্পিনার অ্যাডাম জাম্পার।
ওভালে ম্যাচ জেতার পাশাপাশি মনও জিতলেন বিরাট। সৌজন্যের ছাপ রাখলেন ভারত অধিনায়ক। ভারতীয় ব্যাটিংয়ের একটা সময় থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন স্টিভ স্মিথ। তাঁকে লক্ষ্য করে কটূক্তি করেন ভারতীয় সমর্থকরা। 'চিটার, চিটার' স্লোগান দেওয়া হয়। ব্যাটিং করতে গিয়েও যা নজর এড়ায়নি বিরাটের। সঙ্গে সঙ্গে তিনি ক্রিজ ছেড়ে এগিয়ে ভারতীয় সমর্থকদের থামতে অনুরোধ করেন। জয়ধ্বনি দিতে অনুরোধ করেন। পালটা বিরাটকে ধন্যবাদ প্রাক্তন অজি অধিনায়কের।
বিশ্বকাপে কি আবার বল বিকৃতি? অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার আচরণ নিয়ে সন্দেহ। ভারতীয় ব্যাটিংয়ের সময় বেশ কয়েকবার তাঁকে পকেটে হাত ঢুকিয়ে বলে হাত ঘষতে দেখা যায়। জাম্পার আচরণ নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের দাবি করেন, কী ঘটেছিল সেটা না দেখে মন্তব্য করা উচিৎ নয়।
বিরাট সৌজন্য। সঙ্গে জাম্পার সন্দেহজনক আচরণ। দু’টোরই সাক্ষী থাকল ঐতিহ্যের ওভাল।