Achintya Sheuli : একাধিক সংবর্ধনা পাচ্ছেন বাংলার অচিন্ত্য, নজর কিন্তু প্যারিসে সোনার পদকেই
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Achintya Sheuli Commonwealth Games gold medal winner felicitated by Calcutta Rowing club. ক্যালকাটা রোয়িং ক্লাবে অচিন্ত্য শিউলিকে পুরস্কার দেওয়া হল
#কলকাতা: ইংল্যান্ড থেকে ভারতে ফেরার পর নিজের গ্রামে যখন পৌঁছলেন, তখন বিশ্বাস হয়নি তাকে দেখতে এত লোক ভিড় করতে পারেন। দীর্ঘদিন পর মায়ের হাতের কড়াইশুঁটির কচুরি এবং চানা মশলা খেয়েছিলেন অচিন্ত্য। বাংলার ছেলের হাত ধরে ইংল্যান্ডে গর্বিত হয়েছিল দেশ। এবার সময় তাকে গর্বিত করার। শুধুই পরিশ্রম, অধ্যবসায়। না কি তার সঙ্গে আরও কিছু!
আরও পড়ুন - Hasin Jahan : মেয়ের জন্মদিনে নাকি ফুটপাতের জামা দিয়েছেন শামি! নতুন অভিযোগ হাসিন জাহানের
ঠিক কী মন্ত্রে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন অচিন্ত্য শিউলি! স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে তার নেপথ্যকাহিনি শোনালেন বাংলার ভারোত্তোলক। স্বাধীনতা দিবসে অচিন্ত্যকে সম্বর্ধনা জানিয়েছে ক্যালকাটা রোয়িং ক্লাব। সেখানে এসে অচিন্ত্য বললেন, সাফল্যের জন্য পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন ধৈর্য।
advertisement
শুধু পরিশ্রম করলে হবে না, তার সঙ্গে ধৈর্য না থাকলে সাফল্য পাওয়া কঠিন। কমনওয়েলথ গেমসে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছেন অচিন্ত্য। প্রথম বার খেলতে নেমেই কীর্তি। প্রতিযোগিতা শুরুর এক মাস আগে থেকে ব্রিটেনে ছিলেন হাওড়ার পাঁচলার ছেলে। আগে থেকে সে দেশে থাকায় তিনি কিছুটা হলেও সুবিধা পেয়েছেন বলে জানিয়েছেন অচিন্ত্য।
advertisement
advertisement
সোমবার ক্যালকাটা রোয়িং ক্লাবে অচিন্ত্যর সঙ্গে এসেছিলেন তাঁর দাদা অলোক শিউলি। তিনি অচিন্ত্যর অন্যতম কোচ। কমনওয়েলথে তাঁর সাফল্যের পিছনে দাদার অবদান সব থেকে বেশি বলে মনে করেন অচিন্ত্য। তিনি বললেন, আমার সোনা দাদার জন্য। ও না থাকলে এই জায়গায় যেতে পারতাম না।
ক্যালকাটা রোয়িং ক্লাবে এসে পতাকা উত্তোলন করেন অচিন্ত্য। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। অচিন্ত্যর হাতে ৫১ হাজার টাকার চেক তুলে দেন ক্লাবের সচিব চন্দন রায়চৌধুরী। কমনওয়েলথে সোনার পরে আগামী লক্ষ্য কী? যাওয়ার সময় সোনার ছেলে বলে যান, এবার লক্ষ্য অলিম্পিক্স।
advertisement
সেখান থেকেও দেশের জন্য পদক আনতে চাই। অচিন্ত্য মনে করেন এই সাফল্য যত তাড়াতাড়ি ভুলে পরবর্তী লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে পারবেন, ততই তার পক্ষে সুবিধা হবে প্যারিস সোনা জয়ের স্বপ্নকে সত্যি করার। পাশাপাশি তাকে দেখে বাংলার আরো ছেলেরা যদি ওয়েট লিফটিং করতে চান, সেটাই তার কাছে সবচেয়ে বড় পাওনা হবে জানিয়েছেন অচিন্ত্য।
Location :
First Published :
August 15, 2022 2:29 PM IST