#রিও: একটুর জন্য হাতছাড়া হল পদক ৷ ১০ মিটার এয়ার রাইফেলে ০.৫ পয়েন্টের ব্যবধানে পদক হাতছাড়া হল ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা জয়ী অভিনব বিন্দ্রার ৷ ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে চতুর্থ স্থানে দৌড় শেষ হল বেজিং অলিম্পিকের সোনাজয়ীর ৷
পুরুষদের দশ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে সপ্তম হয়ে ফাইনালে ওঠেন অভিনব। যদিও এই ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন আর এক ভারতীয় গগন নারাং। ৬২৫ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠেন অভিনব। কিন্তু ফাইনালে চতুর্থ স্থানে ইউক্রেনের প্রতিযোগীর সঙ্গে টাই হয়ে যায় বিন্দ্রার ৷ টাই ব্রেকার শ্যুটআউটে ব্যর্থ হয়ে ছিটকে যান রিও অলিম্পিক থেকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2016 rio olympics, Abhinav Bindra, India In Rio 2016, Olympics 2016, Rio Olmpics, Rio Olympics 2016