AB de Villiers, RCB : বিরাট খবর আইপিএলে! পরের বছর ফিরছেন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
AB de Villiers making come back for RCB in IPL next year. বিরাট খবর আইপিএলে! পরের বছর ফিরছেন এবি ডি ভিলিয়ার্স
কিন্তু কোন ভূমিকায় আইপিএলে ফিরবেন তা জানাননি ডিভিলিয়ার্স। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোরের হয় দীর্ঘ দিন খেলেছেন ডিভিলিয়ার্স। চলতি মরসুমেই বেঙ্গালুরু তাঁর অবদানকে স্বীকৃতি জানিয়ে তাঁকে সম্মানিত করেছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্রিস গেলের সঙ্গেই ডিভিলিয়ার্সকে দেওয়া হয়েছে হল অব ফেম।
advertisement
advertisement
সে সময়ই বিরাট কোহলী ইঙ্গিত দেন, আগামী বছর আইপিএলে আবার দেখা যাবে ডিভিলিয়ার্সকে। দীর্ঘদিন আইপিএলের এক দলে খেলার সুবাদে কোহলি এবং ডিবিলিয়ার্স ঘনিষ্ঠ বন্ধু। ডিভিলিয়ার্স বলেছেন, কোহলি নিশ্চিত করেছে জেনে ভাল লাগছে। কিন্তু সত্যি বলতে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারিনি। তবে এটা ঠিক আগামী বছর আইপিএলে আমি ওদের সঙ্গে থাকব।
advertisement
আমার ভূমিকা কী হবে জানি না। আইপিএল আবহের অভাব ভীষণ ভাবে অনুভব করছি। ডিভিলিয়ার্স আরও বলেছেন, শুনেছি পরের বছর কিছু খেলা বেঙ্গালুরুতেও হবে। তা হলে আমি আমার দ্বিতীয় বাড়িতে ফিরতে পারব। সেটা দারুণ হবে। চিন্নাস্বামী স্টেডিয়ামের ভর্তি গ্যালারি দেখতে পাব। ওখানে ফিরতে পারলে ভাললাগবে। সেদিকেই তাকিয়ে আছি।
ডিভিলিয়ার্স ফিরছেন জেনে বেঙ্গালুরু সর্মথকরা নিঃসন্দেহে খুশি হবেন। কারণ তিনি দলে থাকা মানেই বেঙ্গালুরুর মানসিকভাবে শক্তিশালী হয়ে যাওয়া। বিরাট কোহলি এবং বাকিদের ওপর চাপ অনেক কমে যাওয়া। পরের বছর আইপিএল পুরোনো নিয়মে হওয়ার কথা। তাই হয়তো বেঙ্গালুরুর সমর্থকদের সামনে অবসর নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না ডি ভিলিয়ার্স।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2022 5:31 PM IST