World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালের টিকিটের লোভ! অনলাইন জালিয়াতির শিকার এক মহিলা, খোয়ালেন ৫৬ হাজার টাকা

Last Updated:

World Cup 2023 Final: এর আগে ভারত-পাকিস্তান ম্যাচের সময় জাল টিকিটের অভিযোগ সামনে এসেছিল। এবার বিশ্বকাপ ফাইনালের আগে অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট লোভে ৫৬ হাজার টাকা খোয়ালেন এক মহিলা।

নয়া দিল্লি: অনলাইন প্রতারণা বর্তমানে নিত্য দিনের ঘটনা হয়ে ইঠেছে। প্রতারকরা নানাভাবে ফাঁদ পেতে অপেক্ষায় থাকে সাধারণ মানুষের টাকা লুঠ করার জন্য। ক্রিকেট বিশ্বকাপকেও টার্গেট করেছে এই সমস্ত জালিয়াতরা। এর আগে ভারত-পাকিস্তান ম্যাচের সময় জাল টিকিটের অভিযোগ সামনে এসেছিল। এবার বিশ্বকাপ ফাইনালের আগে অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট লোভে ৫৬ হাজার টাকা খোয়ালেন এক মহিলা।
প্রতারণার শিকার ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরো ঘটনা জানান। তিনি জানান, এক্স অ্যাকাউন্টেই অপর এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। যোগাযোগ বাড়তে জানতে পারেন তাঁর কাছে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের টিকিট রয়েছে। সেই টিকিট বিক্রি করতে চান। ফাইনাল দেখার লোভ সামলাতে না পেরে মোবাইলে যোগাযোগ করেন প্রতারিত মহিলা। এরপর দুজনের মধ্যে টিকিটের দাম নিয়ে কথা পাকা হয় ও ৫৬ হাজার টাকায় সেই টিকিট কেনেন। অনলাইনে হয় লেনদেন।
advertisement
advertisement
এরপর প্রতারিত মহিলা এক বন্ধুকে টিকিট দেখালে জানতে পারেন তা জাল টিকিট। তারপরই যার কাছ থেকে টিকিট কিনেছিলেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। গোটা ঘটনার কথা জানিয়ে ও প্রতারকের সঙ্গে চ্যাটের স্ক্রিন শটও শেয়ার করে ওই মহিলায় যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ে গতিতে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা নানারকম মন্তব্য করেন। কেউ কেউ প্রতারিত মহিলার নির্বুদ্ধিতা নিয়েও প্রশ্ন তোলেন।
advertisement
advertisement
গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন প্রতারিত মহিলা। এর পাশাপাশি তাঁর মত অন্য কেউ যেন এমন প্রতারণার ফাঁদে না পড়েন সকলের কাছে সেই আবেদনও করেছেন ওই মহিলা। প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে টিকিট জালিয়য়াতি রুখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে পুলিশ-প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালের টিকিটের লোভ! অনলাইন জালিয়াতির শিকার এক মহিলা, খোয়ালেন ৫৬ হাজার টাকা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement