Lionel Messi: মেসি দর্শনের টিকিটের দাম মাত্র ৯০ লাখ! সঙ্গে পাবেন লাঞ্চ এবং অটোগ্রাফ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মেসির আগমনের পর ইন্টার মিয়ামির টিকিটের মূল্য ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে
মায়ামি: লিওনেল মেসির মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর সকার লিগের অভিষেকের আগে মেসি ম্যানিয়ায় ভুগছে গোটা আমেরিকা। মেসি সকার লিগে নামার আগে ম্যাচের টিকিটের দাম আকাশছোয়া হয়ে গেছে। শুক্রবার চারলটের বিরুদ্ধে ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হতে চলেছে মেসির। তার আগে টিকিটের মূল্য ১১০ মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে,ভারতীয় মুদ্রায় যা ৯০ লক্ষ টাকা। মেজর সকার লিগে টিকিটের দাম নতুন রেকর্ড গড়েছে। সৌজন্যে একমাত্র মেসি।
ডেভিড বেকহ্যামের দল ইন্টার মিয়ামিতে আর্জেন্টাইন তারকার সই করার পর থেকেই কিছু আসনে টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। তবে সাধারণ দর্শকদের ক্রয়ক্ষমতার মধ্যেও টিকিটের দাম রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪০ হাজার টাকা। মেসি অনুরাগীরা মাইলের পর মাইল সফর করেও ম্যাচ দেখতে আসছেন।যদিও ২১ তারিখের ম্যাচের টিকিটের মূল্য ৯০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমের দাবি।
advertisement
লিগ টেবিলে সবশেষে থাকা সত্ত্বেও মেসির আগমনের পর ইন্টার মিয়ামির টিকিটের মূল্য ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইন্টার মিয়ামিতে মেসির সই এর পরেই মাঠ ও মাঠের বাইরে সমর্থকদের মধ্যে নতুন উন্মাদনা দেখা দিয়েছে। ফুটবলের নতুন রাজপুত্রও ক্লাবকে ট্রফি এনে দেওয়ার জন্য বদ্ধপরিকর বলে জানিয়েছেন। ফুটবলের বাইরেও মেসি ম্যানিয়া ছড়িয়ে পড়েছে।
advertisement
Here are the ticket prices for Lionel Messi’s first two matches for Inter Miami 🤯
90 Lakhs (INR) For 1 Ticket
📷: MLS#Messi #MLS #Football #FootballNews #InterMiamiCF #InterMiami #MajorLeagueSoccer #Miami pic.twitter.com/M1tNVm9mmf
— SportsTiger (@The_SportsTiger) July 18, 2023
advertisement
হার্ড রক ক্যাফে নামে এক রেস্তোরাঁ মেসি চিকেন স্যান্ডউইচ বলে নতুন পদ তৈরি করেছে। এর আগে আর্জেন্টিনার তারকা ইনস্টাগ্রামে ইন্টার মিয়ামিতে আসার পর সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেন। শুক্রবারই তার নতুন ক্লাবের হয়ে তিনি অভিষেক করতে চান বলেও তিনি ইঙ্গিত দেন। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ শুক্রবার আবার দেখা হচ্ছে।’
advertisement
তবে ভুলেও ভাববেন না এত টাকা খরচ করে টিকিট কাটার লোক নেই। ৯০ লাখের টিকিটও বিক্রি হচ্ছে। যারা এই টিকিট কাটবেন তাদের দেওয়া হবে মেসির অটোগ্রাফ, জার্সি এবং লাঞ্চ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 11:09 AM IST