১১ কোটি টাকা পকেটে! অথচ চিকেন, মটন খেতে পারছেন না! IPL-এ ১৪ বছরের ক্রিকেটারের 'শপথ'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
প্রথম ম্যাচেই জাত চিনিয়ে দিয়েছে সে। আইপিএলে এবার সব থেকে বেশি কথা হচ্ছে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে নিয়ে। বিশেষ করে তাঁর অভিষেকের পর। মাত্র ২০ বল খেলেছে সে। রান ৩৪।
জয়পুর: অনেকে বলছেন, প্রথম ম্যাচেই জাত চিনিয়ে দিয়েছে সে। আইপিএলে এবার সব থেকে বেশি কথা হচ্ছে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে নিয়ে। বিশেষ করে তাঁর অভিষেকের পর। মাত্র ২০ বল খেলেছে সে। রান ৩৪। তবে তার সাহসী ব্যাটিং মুগ্ধ করেছে অনেককে। আইপিএল মেগা নিলামে রাজস্থান রয়্যালস তাঁকে ১.১ কোটি টাকায় দলে নিয়েছিল। তার পর থেকেই প্রস্তুতি শুরু বৈভবের। কড়া ডায়েট শুরু করেছেন বাঁ-হাতি ব্যাটার বৈভব সূর্যবংশী। খাদ্যাভ্যাস বদলে ফেলেছেন পুরোপুরি।
বৈভবের ছোটবেলার কোচ মনীশ ওঝা জানিয়েছেন, ‘ওকে এখন মটন দেওয়া হয় না। পিজ্জা বাদ। ডায়েট চার্ট থেকে অনেক কিছু বাদ। ও চিকেন আর মটন খেতে খুব ভালবাসে। আগে পিজ্জা খেত। এখন আর খায় না।’
আরও পড়ুন- দাদাগিরি-র চ্যানেল বদলে গেল! এবার কোথায়? সৌরভকে দেখা যাবে আরও একটি ‘বড় শো’-তে
বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে আগ্রাসন রয়েছে। এটা তার কোচও মেনে নিলেন এক কথায়। মনীশ ওঝা বলেছেন, ‘যুবরাজ সিং, ব্রায়ান লারার ব্যাটিংয়ের ছায়া রয়েছে ওর মধ্যে। আগ্রাসনটা যুবরাজের মতোই। ও সাহসী এবং আত্মবিশ্বাসী।’
advertisement
advertisement
রাজস্থান-লখনউ ম্যাচে বৈভব সূর্যবংশী যা ব্যাটিং করেছেন, তাতে সবার নজর পড়ছে তার উপর। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল তার।
আরও পড়ুন- ১৪ বছরের ‘খোকা’ খেলে ফেলল IPL! শুরুতেই ছক্কা, আউট হয়ে কান্না! দিনটা গেল খারাপ
যতটা সময় ক্রিজে ছিলেন বৈভব, একেবারে নির্ভীক মনোভাব নিয়ে ব্যাটিং করলেন। ভয়ডর ছিল না। তিনটে ছক্কা হাঁকান। মারেন দুটো চারও। ২০ বলে ৩৪ রান। স্ট্রাইক রেট ১৭০। ওদিকে আবার আউট হওয়ার পর চোখের জল ধরে রাখতে পারেনি। মার্করামের বলে স্ট্যাম্প হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ে বৈভব। অনেকেই জানেন, একই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2025 10:43 PM IST