দাদাগিরি-র চ্যানেল বদলে গেল! এবার কোথায়? সৌরভকে দেখা যাবে আরও একটি 'বড় শো'-তে
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
এবার একসঙ্গে দুটো বড় শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শেষে সেই খবরই সত্যি হল। সৌরভ এবার দাদাগিরি আর বিগ বস- দুটো শো-তেই থাকছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
সৌরভ এদিন বলেন, দাদাগিরির প্রথম সিজন করার পর ভেবেছিলাম, দ্বিতীয় সিজন-এর জন্য আর ডাক পাবো না। কারণ আমি হয়তো সঞ্চালক হিসেবে কাজটা করতে পারছি না। তখন মা আমাকে সাহস জোগায়। দর্শকরা ধীরে ধীরে শো-টাকে ভালবাসা দেন। তাঁরা আমাকে দেখতে চান। এটাই আমাকে পরিশ্রম করার তাগিদ জোগায়। আমি নতুন চ্যালেঞ্জ নিতে সব সময় ভালবাসি।