১৪ বছরের 'খোকা' খেলে ফেলল IPL! শুরুতেই ছক্কা, আউট হয়ে কান্না! দিনটা গেল খারাপ

Last Updated:

দিল্লির বিরুদ্ধে খেলার সময় পাঁজরে চোট পান সঞ্জু। প্রশ্ন ছিল, তা হলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে রাজস্থানের হয়ে ওপেন করবে? রিয়ান পরাগ টসের পর জানান, বৈভবের অভিষেক হবে এই ম্যাচে।

News18
News18
জয়পুর: ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল খেলে ফেললেন! রাজস্থান রয়্যালসের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেললেন বৈভব সূর্যবংশী। অধিনায়ক সঞ্জু স্যামসনের বদলে এদিন খেলেন বৈভব।
দিল্লির বিরুদ্ধে খেলার সময় পাঁজরে চোট পান সঞ্জু। প্রশ্ন ছিল, তা হলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে রাজস্থানের হয়ে ওপেন করবে? রিয়ান পরাগ টসের পর জানান, বৈভবের অভিষেক হবে এই ম্যাচে।
লখনউয়ের বিরুদ্ধে টস হারে রাজস্থান। পরে ব্যাট করে তারা। দ্বিতীয় ইনিংসে ওপেন করতে দেখা যায় ১৪ বছরের বৈভবকে। ২০ বলে ৩৪ রান করেন। তবে দিনটা ভাল গেল না তার। অভিষেক ম্যাচে দল হারল। রাজস্থান এদিন মাত্র ২ রানে হারল লখনউয়ের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুন- IPL-এর কোন ম্যাচে ৩০০ রান হবে? ভবিষ্যদ্বাণী করে দিলেন ডেল স্টেইন
এডেন মার্করামের বলে স্টাম্প হন বৈভব সূর্যবংশী। ডাগআউটে ফেরার সময় তার চোখে জল। মাঠ থেকে চোখ মুছতে মুছতে ফিরল সে। ক্ষণিকের ভুলে আউট হতে হয়। না হলে অভিষেক ম্যাচে অন্তত একটা হাফ সেঞ্চুরি হতে পারত। সেই ভুলের জন্যই মন খারাপ তার। আবার দিনের শেষে দলও জিতল না। বৈভব যে লম্বা রেসের ঘোড়া, তা এদিন তার ব্যাটিং দেখে অনেকে আন্দাজ করে ফেলেছেন।
advertisement
প্রায় জেতা ম্যাচ এদিন লখনউকে উপহার হিসেবে দিল রাজস্থান। ৫ উইকেটে ১৮০ করেছিল লখনউ। রাজস্থান পাঁচ উইকেটে ১৭৮। তবে এই ম্যাচে ফোকাস ছিল বৈভবের উপর। অভিষেক ম্যাচ, তবুও বৈভব হাত খুলে খেললেন। কোনওরকম ভয়-ডর না করেই।  শার্দূল ঠাকুরের প্রথম বলেই কভারের উপর দিয়ে ছক্কা মারেন।
পরের ওভারে আবেশ খানের বলে আরও একটা ছক্কা। সোজা বোলারের মাথার উপর দিয়ে। বৈভবের ২০ বলের ইনিংস ছিল দেখার মতো।
বাংলা খবর/ খবর/খেলা/
১৪ বছরের 'খোকা' খেলে ফেলল IPL! শুরুতেই ছক্কা, আউট হয়ে কান্না! দিনটা গেল খারাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement