Bankura News: বাঁকুড়ার যুবরাজ স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেটারের হাতে 

Last Updated:

দিনমজুর বাবার সঙ্গে প্র্যাকটিস করেন যুবরাজ! আবার নতুন ইন্ধন ঋদ্ধিমান সাহা।

+
বাবার

বাবার সঙ্গে প্র্যাকটিস 

নীলাঞ্জন ব্যানার্জী, বাঁকুড়া: দেশের জার্সি পরে খেলতে চায় যুবরাজ, যদি সে সুযোগ পায়।যুবরাজের বাড়িতে সাজানো রয়েছে এক ঝাঁক ট্রফি। সাজানো থাকবে নাই বা কেন! নাম যে তার যুবরাজ। নাম তার যুবরাজ সিং নয়, নাম হল যুবরাজ বাউরি। চোখে মুখে এক ঝাঁক স্বপ্ন। প্রতিদিন প্র্যাকটিসে যাওয়া। তবে অর্থের অভাবে এখন আর প্রতিদিন প্র্যাকটিসে যাওয়া হয় না। বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়হিড়ার যুবরাজ বাউরি দূর্দান্ত ক্রিকেট খেলে। যুবরাজের বাবা বামাপদ বাউরি দিনমজুর করে সংসার চালায়। যুবরাজের মা শিলা বাউরি একজন গৃহবধূ।
যুবরাজ জোড়হিড়া এসসি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র। ছোটো থেকেই যুবরাজ ক্রিকেট খেলতে খুব ভালোবাসত। তার বাবা বামাপদ বাউরিও একজন ক্রীড়াপ্রেমী। তাই ছেলের প্রতিভা দেখে নিজের অভাব অনটনের মধ্যেও ক্রিকেট কোচিংয়ে ভর্তি করিয়েছেন বাঁকুড়ার একটি বেসরকারি ক্রিকেট অ্যাকাডেমিতে। যেখানে কোচিং করান ভারতীয় ক্রিকেটের স্পাইডারম্যান নামে খ্যাত ঋদ্ধিমান সাহা। তবে বাড়িতে যুবরাজকে সব সময় সাহায্য করে যান তার বাবা মা। বল হাতে ছেলেকে প্র্যাকটিস করান তার বাবা বামাপদ বাউরি। যুবরাজ একজন বোলিং অলরাউন্ডার।
advertisement
advertisement
যুবরাজের বাবা বামাপদ বাউরি বলেন “ছেলে যদি ভাল জায়গায় সুযোগ পায়। বা যদি একটা স্পন্সরশিপ পাওয়া যায় তাহলে আমাদের বড়ই উপকার হয়। কারণ, বেশ কয়েকদিন আগে কলকাতা একটি সুযোগ এসেছিল সেখানে ৮ নম্বরে ব্যাট করতে নেমে একটি পঞ্চাশ রানের দুর্দান্ত পার্টনারশিপ দেয় যুবরাজ। ওখানে নির্বাচকরা জানিয়েছিল যুবরাজকে ফ্রিতে কোচিং দেবেন। কিন্তু আমাদের অর্থের অভাবে সেখানে থাকা সম্ভব হয়ে ওঠেনি।”
advertisement
তার আইডল হলেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি। ঋদ্ধিমান সাহার কাছ থেকে কোচিং পেয়ে তিনি ঋদ্ধিমান সাহার বড়ই ভক্ত হয়ে গেছেন। পেয়েছেন প্রিয় ঋদ্ধিমান স্যারের সই। যুবরাজের বক্তব্যের মধ্যে বারবার ফুটে উঠল প্রিয় ঋদ্ধিমান স্যার তাকে কতটা সাহায্য করছেন। কতটা নিজের হাতে শিখিয়েছেন। যুবরাজের বাবা এও বলেন “যদি একটা সুযোগ পায়। তাহলে ছেলে নিজেকে প্রমাণিত করবে। এবং যদি কেউ আমাদের পাশে দাঁড়ায়, তাহলে খুব ভালো হয়।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার যুবরাজ স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেটারের হাতে 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement