Indian Coast Guard: ভারতীয় উপকূল রক্ষায় হুঁশিয়ার কোস্টগার্ড

Last Updated:

এবার ভারতীয় উপকূল রক্ষায় 'হোসিয়ার' কোস্টগার্ড। শত্রুদের বুকে ভয় ধরাতে, এবং উপকূলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড জেলা সদরদফতর (পশ্চিমবঙ্গ)-এর উদ্যোগে আয়োজিত হল বার্ষিক অস্ত্র প্রশিক্ষণ শিবির।<br><br>

প্রশিক্ষণের ছবি
প্রশিক্ষণের ছবি
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: এবার ভারতীয় উপকূল রক্ষায় তৎপর কোস্টগার্ড। শত্রুদের বুকে ভয় ধরাতে, এবং উপকূলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড জেলা সদর দফতর (পশ্চিমবঙ্গ)-এর উদ্যোগে আয়োজিত হল বার্ষিক অস্ত্র প্রশিক্ষণ শিবির।
এই বার্ষিক অস্ত্র প্রশিক্ষণ শিবিরের নাম দেওয়া হয়েছিল ‘হুঁশিয়ার-২৫’। এই নামেই প্রশিক্ষণ শিবির চলেছে। ভারতীয় কোস্ট গার্ডের কলকাতা, হলদিয়া এবং ফ্রেজারগঞ্জ শাখা অংশ নেয় এই প্রশিক্ষণ শিবিরে।এই প্রশিক্ষণ শিবিরে প্রতিকূল পরিস্থিতিতে কী করণীয়, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও অস্ত্র পরিচালনার খুঁটিনাটি সেখানো হয় অংশগ্রহণকারীদের।
advertisement
advertisement
এছাড়াও এই প্রশিক্ষণ শিবিরের অন্যতম আকর্ষণ ছিল সিআইএসএফের সঙ্গে যৌথভাবে কৌশলগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। এছাড়াও প্রশিক্ষণের অংশ হিসেবে ছিল ব্যারাকপুর রেঞ্জে লাইভ ফায়ারিং, মাস্কেটিয়ার প্রতিযোগিতা এবং নাবিকদের সঙ্গে নৌবাহিনীর কার্যপ্রক্রিয়া খতিয়ে দেখা।
পাশাপাশি নৌবাহিনীর ক্রুদের দক্ষতা বৃদ্ধি, সমুদ্রসীমায় এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে নিরাপত্তায় কোস্ট গার্ডের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলে এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে উপকূলের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে উপকূলরক্ষী বাহিনী। এছাড়াও ভারতীয় জলসীমানার মধ্যে কোনো বিদেশি জাহাজ আসা। তাদের পর্যবেক্ষণ, অস্ত্রের সঠিক ব্যবহার, নিরাপত্তা নিশ্চিত করা, এবং সেলফ ডিফেন্সের পাঠ দেওয়া হয়। কোস্ট গার্ডের এই প্রশিক্ষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Coast Guard: ভারতীয় উপকূল রক্ষায় হুঁশিয়ার কোস্টগার্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement