Mango: প্রাকৃতিক বিপর্যয়! ঝড় ও বৃষ্টির কারণে গাছ থেকে নামানো হচ্ছে বিভিন্ন প্রজাতির আম

Last Updated:

বিভিন্ন প্রজাতির সুস্বাদু আমের ফলনের জন্য নবাবি আমল থেকে সুনাম রয়েছে মুর্শিদাবাদ জেলার। বাজারে সহজলভ্য রানী, ভবানী, ল্যাংড়া ছাড়াও এই জেলার আমের বাগানগুলোতে রানীপছন্দ, গোলাপখাস, কোহিনুরের মতো বিরল প্রজাতির আমের ফলনও হয়। তবে জেলার আম বাগানগুলোয় এবার আমের ফলন এ বছর ভাল হয়েছে। যদিও হঠাৎই কালবৈশাখীর ও প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতেই মাথায় হাত আম চাষিদের কপালে। এই বৃষ্টির কারণেই  তড়িঘড়ি গাছ থেকে এখন আম নামানো হচ্ছে ।

+
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ জেলার আম

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: বিভিন্ন প্রজাতির সুস্বাদু আমের ফলনের জন্য নবাবি আমল থেকে সুনাম রয়েছে মুর্শিদাবাদ জেলার। বাজারে সহজলভ্য রানী, ভবানী, ল্যাংড়া ছাড়াও এই জেলার আমের বাগানগুলোতে রানীপছন্দ, গোলাপখাস, কোহিনুরের মতো বিরল প্রজাতির আমের ফলনও হয়। তবে জেলার আম বাগানগুলোয় এবার আমের ফলন এ বছর ভাল হয়েছে। যদিও হঠাৎই কালবৈশাখীর ও প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতেই মাথায় হাত আম চাষিদের কপালে। এই বৃষ্টির কারণেই  তড়িঘড়ি গাছ থেকে এখন আম নামানো হচ্ছে ।
নবাবের শহর লালবাগের বিভিন্ন বাগানে ভিন্ন ধরনের আমের প্রজাতি রয়েছে। কিন্তু হঠাৎ আম নামানো শুরু হওয়ার কারণে আমের বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। অর্ধেক দামে আম বিক্রি করতে বাধ্য হচ্ছেন আম বাগানের ব্যবসায়ীরা। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও লালবাগ মহকুমাতে আমের অধিক ফলন হয়েছে এ বছর। তবে এই বছর বঙ্গে বর্ষা আগেই প্রবেশ করার কথা। ফলে হঠাৎ বৃষ্টিতে সংকটে আম চাষিরা। যদিও এবছর আমের ফলন অধিক হয়েছে বলেই জানা গিয়েছে।  গত বছর যেখানে কোনও কোনও গাছে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ আম হয়েছিল সেই সমস্ত গাছে এবার প্রচুর পরিমাণে আম ঝুলছে। ২০২৪-এ হিমসাগর আমের দাম উঠেছিল কেজি পিছু ১০০-১২০ টাকা। গত ২০২৩ সালে মাত্র ১০ টাকা কেজি দরে (খুচরো) হিমসাগর আম বিক্রি হয়েছিল মুর্শিদাবাদে। ফলে এবছর আমের ভাল উৎপাদনে লাভের আশায় রয়েছেন এলাকার চাষিরা।
advertisement
আম চাষীরা জানিয়েছেন , আমের বাম্পার ফলন হওয়ায় গত কয়েক বছরের লোকসান পুষিয়ে লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা তাই সকাল থেকে শুরু করেছেন আম সংগ্রহের কাজ। আম বাগানগুলোতে অনেকটাই উৎসব মুখর পরিবেশে আম সংগ্রহের কাজে ব্যস্ত শ্রমিকরা। তবে বৃষ্টির কারণে দিনরাত এখন গাছ থেকে আম নামাতে ব্যস্ত শ্রমিকরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango: প্রাকৃতিক বিপর্যয়! ঝড় ও বৃষ্টির কারণে গাছ থেকে নামানো হচ্ছে বিভিন্ন প্রজাতির আম
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement