Purulia News: বামনি ফলসে স্নান করতে নেমে মর্মান্তিক কাণ্ড! আনন্দ ফূর্তির মাঝেই যুবক...! অযোধ্যা পাহাড়ে চাঞ্চল্য

Last Updated:

Purulia News: শনিবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বামনি ফলসে ঘটে গেল মর্মান্তিক কাণ্ড। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে ঝর্নার জলে তলিয়ে গেলেন যুবক। ‌আনন্দ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না বাঘমুন্ডির সিদ্ধেশ্বর কুমারের।

বামনি ফলসে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক
বামনি ফলসে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক
বাঘমুন্ডি ,পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: আনন্দ করতে গিয়ে আর ফেরা হল না বাড়ি। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে ঝর্নার জলে তলিয়ে গেলেন যুবক। ‌ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বামনি ফলসে। জানা যাচ্ছে, নিহত যুবকের নাম সিদ্ধেশ্বর কুমার।‌ বয়স আনুমানিক ২২ বছর। বাড়ি বাঘমুন্ডি থানার অন্তর্গত ছাতাটার গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, সিদ্ধেশ্বর কুমার নামে ওই  যুবক শনিবার তাঁর দুই বন্ধুর সঙ্গে অযোধ্যা পাহাড়ের বামনি ফলসে স্নান করতে নামেন। সেখানেই ঝর্নার জলে তলিয়ে যান তিনি। এরপর স্থানীয় মানুষজন, পুলিশ ও বনবিভাগের সাহায্যে তাকে উদ্ধার করা হয়।‌
আরও পড়ুনঃ গাছ কাটতে উঠেছিলেন মগডালে! হঠাৎই গলায় এসে লাগল…! মুহূর্তে সব শেষ, হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হল না
যুবককে উদ্ধার করে প্রথমে বাঘমুন্ডি ব্লক পাথরডি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
অযোধ্যা পাহাড়ের বামনি ফলস
অযোধ্যা পাহাড়ের বামনি ফলস
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে চোরের উপদ্রপ, চুরি রুখতে দারুণ ফন্দি! গ্রামের কৃষক যা বুদ্ধি খাটালেন বাপ বাপ বলে পালাবে চোর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই যুবকের দেহ ময়নাতদন্তের করা হবে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া মর্গে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ছাতাটার গ্রামে। মাত্র ২২ বছরেই প্রাণ গেল তরতাজা যুবকের।‌
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অযোধ্যা পাহাড়ের বামনি ফলসে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে। জেলার গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রেই বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন সিদ্ধেশ্বর কুমার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বামনি ফলসে স্নান করতে নেমে মর্মান্তিক কাণ্ড! আনন্দ ফূর্তির মাঝেই যুবক...! অযোধ্যা পাহাড়ে চাঞ্চল্য
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement