Crime News: পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল বিবাহিত মহিলা, শেষে যা করল যুবক প্রেমিক! ভয়ে কাঁপছে বর্ধমান

Last Updated:

অভিযোগ প্রায়ই তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিত ওই বধূ।

বর্ধমানে ভয়ঙ্কর কাণ্ড
বর্ধমানে ভয়ঙ্কর কাণ্ড
বর্ধমান: কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের বাদশাহি রোড মাঠপাড়া এলাকায়। ঠিক কী কারণে ওই কলেজ পড়ুয়া এমন চরম পদক্ষেপ করল, তা নিয়ে এলাকায় জোর জল্পনা তৈরি হয়েছে। পরিবারের দাবি, এক বিবাহিত মহিলার সঙ্গে ওই যুবকের ভালবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। নানা বিষয়ে মানসিক চাপ তৈরি করেছিল মহিলা। তার জন্যই ওই যুবককে আত্মঘাতী হতে হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম আমির হোসেন ওরফে শেখ সাহেব(১৯)। তিনি বর্ধমান শহরের রাজ কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পরকীয়ার জেরে ওই কলেজ ছাত্র আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর ধারণা পুলিশের। রবিবার ভোরে ঘরে সিলিং ফ্যানের হুকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন।
আরও পড়ুন: নন্দীগ্রামে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু? বিধানসভায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা
পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন মৃতের দাদা শেখ সাহাদত।তাঁর অভিযোগ, আমিরের সঙ্গে কেনেবানু খাতুন নামে স্থানীয় এক বিবাহিত মহিলার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায়ই তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিত ওই বধূ। তাকে নানাভাবে ব্ল্যাকমেলিং করতে শুরু করে। এমনকী ওই বধূ তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছিল। তার জেরেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ। সাহাদতের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। প্রতিবেশী ওই গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৪ ফেব্রুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল বিবাহিত মহিলা, শেষে যা করল যুবক প্রেমিক! ভয়ে কাঁপছে বর্ধমান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement