Mamata Banerjee on Suvendu Adhikari: নন্দীগ্রামে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু? বিধানসভায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা

Last Updated:

রাজ্যপালের বাজেট অধিবেশনের উপরে এ দিন বিধানসভায় বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী জবাবি ভাষণ রাখেন৷

শুভেন্দুকে কড়া আক্রমণ মমতার৷
শুভেন্দুকে কড়া আক্রমণ মমতার৷
কলকাতা: শুভেন্দু অধিকারী এর আগে দাবি করেছিলেন, নন্দীগ্রামে গণহত্যার দিন কাঁথির শান্তিকুঞ্জে তাঁদের বাড়িতেই রাত কাটিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রকান্তরে নন্দীগ্রাম আন্দোলনে মমতার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা৷
এবার বিধানসভায় দাঁড়িয়ে পাল্টা কারও নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন না শুভেন্দুই৷ মুখ্যমন্ত্রীর আরও চাঞ্চল্যকর অভিযোগ, তৎকালীন তমলুকের সাংসদ এবং সিপিএমের দাপুটে নেতা লক্ষ্মণ শেঠের সঙ্গে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু৷
advertisement
advertisement
রাজ্যপালের বাজেট অধিবেশনের উপরে এ দিন বিধানসভায় বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী জবাবি ভাষণ রাখেন৷ শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠতেই তপ্ত হয়ে ওঠে অধিবেশনের পরিবেশ৷ কারণ রাজ্যপালকে দিয়ে অসত্য ভাষণ পাঠ করানো হয়েছে, এই অভিযোগে সরব হন বিরোধী দলনেতা৷  এ নিয়েই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ শেষ পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারির নির্দেশ দেন অধ্যক্ষ৷ এর পরেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি-র বিধায়করা৷
advertisement
তৃণমূল ত্যাগের পর থেকেই নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব নিয়ে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দড়ি টানাটানি শুরু হয়৷ অধিকারী পরিবার না থাকলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অশান্ত নন্দীগ্রামে ঢোকা সম্ভব হত না, এমন দাবিও করেছেন শুভেন্দু৷ এ নিয়ে এতদিন তৃণমূলের অন্যান্য নেতারা শুভেন্দুকে জবাব দিলেও মুখ খোলেননি মমতা নিজে৷ এ দিন বিধানসভায় দাঁড়িয়েই পাল্টা নন্দীগ্রাম আন্দোলন নিয়ে শুভেন্দুকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী
advertisement
শুভেন্দু অধিকারী অবশ্য পরে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে বলেন, 'আমি এর কোনও উত্তর দেব না৷ উনি মাথার ডাক্তার দেখান৷ নন্দীগ্রামের মানুষই নির্বাচনের সময় জবাব দিয়েছেন৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Suvendu Adhikari: নন্দীগ্রামে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু? বিধানসভায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement