Bengal BJP: সোমবার নাড্ডার সঙ্গে 'বিশেষ' বৈঠক! চলতি মাসেই বিজেপিতে অধিকারী বাড়ির 'আরেক' সদস্য? জল্পনা তুঙ্গে
- Published by:Sanjukta Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Bengal BJP: শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই শান্তিকুঞ্জের সঙ্গে তৃণমূলের দূরত্ব আরও বাড়ে। অধিকারী পরিবারের সদস্য শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী বিজেপিতে সরাসরি যোগ দিলেও শান্তিকুঞ্জের আরও দুই রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও তৃণমূলের দূরত্ব কয়েক গুণ বাড়ে।
কলকাতা: গত বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগদান করেন কাঁথির অধিকারী বাড়ির বড় ছেলে শুভেন্দু অধিকারী। তারপরে বেশ কয়েকবার ধোঁয়া উঠলেও শুভেন্দুর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী থেকে গিয়েছেন তৃণমূলের সাংসদ। অবশেষে এবার খাতায় কলমে বিজেপিতে যোগদানের সম্ভাবনা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর। আগামিকাল দিল্লিতে জে পি নাড্ডার সঙ্গে দিব্যেন্দু অধিকারীর বৈঠকের সম্ভাবনা। চলতি মাসেই বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু। খবর বিজেপি সূত্রের।
তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূলের টিকিটে জেতা সাংসদ দিব্যেন্দুর সঙ্গে অনেকদিন ধরেই দলের দূরত্ব তৈরি হয়। কয়েকদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল দিব্যেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে। সোমবার রাত সাড়ে নটায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে নাড্ডা- দিব্যেন্দু বৈঠকের সম্ভাবনা। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিব্যেন্দু অধিকারী বলে বিশেষ সূত্রের খবর।
advertisement
advertisement
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই সাংসদ দিব্যেন্দু ও শান্তিকুঞ্জের সঙ্গে তৃণমূলের দূরত্ব আরও বাড়ে। অধিকারী পরিবারের সদস্য শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী বিজেপিতে সরাসরি যোগ দিলেও শান্তিকুঞ্জের আরও দুই রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব কয়েক গুণ বাড়ে। সোমবার নাড্ডার সঙ্গে দিব্যেন্দুর সাক্ষাতের খবরকে কেন্দ্র করে এবার জোর জল্পনা শুরু রাজ্য রাজনীতিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 12:07 AM IST