Hooghly News: কৃষ্ণের ঘরে যিশুর পুজো! বিরাট চমক এখানে

Last Updated:

সারা বিশ্বে রামকৃষ্ণ মঠ ও মিশনে ২৪ ডিসেম্বর রাতে যিশু খ্রিস্টের উপসনা হয়। সেই রীতি মেনে মঠ ও মিশনে উপাসনা চলে

কামারপুকুর রামকৃষ্ণ মঠ
কামারপুকুর রামকৃষ্ণ মঠ
হুগলি: বড়দিন উপলক্ষে রবিবার রাত থেকে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর। রীতি মেনে ২৫ ডিসেম্বরের আগের রাতে বিশ্বের সমস্ত মঠ ও মিশনের পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে আয়োজন করা হয় প্রভু যিশুর উপসনা ও বাইবেল পাঠ অনুষ্ঠান।
সারা বিশ্বে রামকৃষ্ণ মঠ ও মিশনে ২৪ ডিসেম্বর রাতে যিশু খ্রিস্টের উপসনা হয়। সেই রীতি মেনে মঠ ও মিশনে উপাসনা চলে। যথারীতি প্রতি বছরের মত এবছরও প্রভু যিশুর উপসনার আয়োজন করা হয়। জানা যায় খ্রিস্টান ধর্মের রীতি মেনে যিশু খ্রিস্টের সামনে কেক, ফল, রেখে বাতি জ্বালিয়ে নিষ্ঠার সঙ্গে দিনটি পালন করা হয়। রামকৃষ্ণ মঠের আয়োজিত বাইবেল পাঠ করা হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই উপলক্ষে বিভিন্ন ধর্মের মানুষজন ভিড় জমান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমিতে। এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, বড়দিনের আগের দিনে যিশুর জন্মদিন মাঠে পালন করা হয়। গোটা মঠ আলোয় সেজে উঠে। অন্যদিকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ লোকতরনন্দ মহারাজ জানিয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সব ধরনেরই আরাধনা করেছিলেন দক্ষিণেশ্বরে। সেই কথা মনে রেখেই এমন উদ্যোগ। প্রতিবছরই মঠ চত্ত্বরে এই দিনটি পালন করা হয়। তার কারণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কৃষ্ণের ঘরে যিশুর পুজো! বিরাট চমক এখানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement