World Record: ১৪৪ বর্গফুটের লুডো! কাপড় দিয়ে চমক নদিয়ার দর্জির
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
World Record: ঠিক করেন ১৪৪ বর্গফুটের একটি বিশাল আকার লুডো তৈরি করবেন। এরপর গত সাত বছর ধরে একটু একটু করে তিনি তৈরি করেছেন এই লুডো
নদিয়া: সবচেয়ে বড় লুডো তৈরি করে তাক লাগালেন নদিয়ার এক দর্জি। এত বড় লুডোর বোর্ড আপনি আগে কখনও দেখেননি। ১৪৪ বর্গফুটের লুডো তৈরি করেছেন অভয় কুমার বিশ্বাস নামে এক দর্জি। দীর্ঘ সাত বছর ধরে কাজের ফাঁকে ফাঁকে সময় দিয়ে এই বিশাল আকৃতির লুডো বোর্ড তৈরি করেন তিনি।
গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। স্বস্তি পেতে পথে বেরিয়ে গাছের তলায় আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন সেই গাছের তলাতেই ১৪৪ বর্গফুটের লুডো পেতে খেলতে দেখা গেল কচিকাঁচা থেকে শুরু করে বড়দের পর্যন্ত। বছর ৪৫ এর অভয় কুমার বিশ্বাসের রানাঘাটের তাহেরপুর-কৃষ্ণনগর রোডে ভাঙা লাইন বাজারে একটি দর্জি দোকান আছে।
advertisement
advertisement
অভয়বাবু প্রথমে একটি কাপড়ের ছোট লুডো তৈরি করেছিলেন। যদিও সেটা হারিয়ে যায়। এরপর ২০১৬ সালে ফের আবার লুডো তৈরি করার কথা মাথায় আসে। তখনই ঠিক করেন ১৪৪ বর্গফুটের একটি বিশাল আকার লুডো তৈরি করবেন। এরপর গত সাত বছর ধরে একটু একটু করে তিনি তৈরি করেছেন এই লুডো। তাঁর এই লুডোর হাত ধরে এলাকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ার আসক্তি কাটিয়ে খেলায় মনোযোগী হবে বলে অভয় বিশ্বাসের ধারণা।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 9:01 PM IST