International Labour Day 2024: কাজ না করলে ভাত জুটবে না! মে দিবসের তাৎপর্য 'ব্যর্থ' কৃষকদের কাছে

Last Updated:

International Labour Day 2024: মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আমরা ছুটির দিন হিসেবে নিই এবং আরাম করি। অথচ যাদের এই দিবসে ছুটি পাওয়ার কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি অর্জিত হয়েছে তাদের বেশিরভাগেরই এই দিনে কোনো ছুটি থাকে না

+
কাজ

কাজ না করলে খাওয়া হবেনা, মে দিবসে আক্ষেপ কর্মে ব্যস্ত কৃষকদের

উত্তর ২৪ পরগনা: গ্রীষ্মের এই প্রখর দাবদাহের মধ্যেও কাজ করে যেতে হচ্ছে। শরীর ক্লান্ত লাগলেও বিশ্রাম নেওয়ার উপায় নেই। আন্তর্জাতিক শ্রমদিবসের দিন এটাই বড় আক্ষেপ হতভাগ্য কৃষকদের। মে দিবসে যখন সর্বত্র শ্রমিকের, কর্মীর অধিকার নিয়ে চর্চা হচ্ছে তখন এই বাংলার কৃষকরা যেন সবকিছু থেকেই বঞ্চিত।
প্রতিবছরের মতে এবারেও ১ মে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। কিন্তু এই দিনটি সম্পর্কে সত্যিই কি অবগত শ্রমজীবী মানুষ? পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকরা কাজের বিরতি নিয়ে এই দিনটি বিশেষভাবে পালন করলেও ছুটি নেই বসিরহাটের মিনাখাঁর ক্ষেত মজুর ও কৃষকদের।
advertisement
advertisement
কথা বলে দেখা গেল বেশিরভাগ কৃষকই আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব, তাৎপর্য সম্বন্ধে ওয়াকিবহাল নন। এই অসহায় মানুষগুলো একটা সহজ জিনিস ধরে নিয়েছেন, কাজ করলে তবেই পেটে দুটো ভাত জুটবে। কিন্তু একটা মানুষের যেমন কাজ করা প্রয়োজন তেমনই তাঁর জীবনে বিশ্রাম, বিনোদনের দরকার আছে সেগুলো পরিস্থিতির চাপে বেমালন ভুলে গিয়েছেন এই কৃষকরা। আর তাই টানা তাপপ্রবাহের মধ্যেই রোদ্দুরে পুড়ে জমিতে কাজ করছেন। ওঁরা এইভাবে উদায়স্ত খাটছেন বলেই পেটে ভাত জুটছে আমাদের।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Labour Day 2024: কাজ না করলে ভাত জুটবে না! মে দিবসের তাৎপর্য 'ব্যর্থ' কৃষকদের কাছে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement