ICDS Centre: অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্র না পার্টি অফিস? খোলা আকাশের নিচেই শিশুদের রান্না

Last Updated:

ICDS Centre: রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গিয়েছে আইসিডিএস সেন্টারগুলির বেহাল দশার ছবি। কখনও খাবারের মধ্যে কোন‌ও বিষাক্ত জিনিস পড়ে আছে, আবার কখনও কখনও খারাপ খাবার দেওয়া নিয়ে বিভিন্ন সময় গন্ডগোলের ছবি উঠে আসে

+
খোলা

খোলা আকাশের নিচে চলছে রান্না 

দক্ষিণ ২৪ পরগনা: খোলা আকাশের নিচে রান্না হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। ১৭৫ জন শিশু ও গর্ভবতী মহিলার খাবার প্রতিদিন এভাবেই অস্বাস্থ্যকর উপায়ে রান্না করা হয়। ঘটনাটি বারুইপুরের। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল দশার কথা জানাজানি হতে শোরগোল পড়ে গিয়েছে।।
রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গিয়েছে আইসিডিএস সেন্টারগুলির বেহাল দশার ছবি। কখনও খাবারের মধ্যে কোন‌ও বিষাক্ত জিনিস পড়ে আছে, আবার কখনও কখনও খারাপ খাবার দেওয়া নিয়ে বিভিন্ন সময় গন্ডগোলের ছবি উঠে আসে। আর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর আইসিডিএস সেন্টারের বেহাল ছবি ধরা পরল। এখানে ঢোকার সময় মনে হতেই পারে এটা শাসক দলের দলীয় কার্যালয় বুঝি!
advertisement
advertisement
আইসিডিএস সেন্টারের নামের পাশেই জ্বলজ্বল করছে শাসক দলের প্রতীক চিহ্ন। ভিতরে দুটি ঘর রয়েছে। ঘরের মধ্যে পাখা থাকলেও নেই কোন‌ও আলোর ব্যবস্থা। তাই ঘরের ভিতরটা প্রায় অন্ধকার বললেই চলে। তারপর আসা যাক আইসিডিএস সেন্টারের রান্নাঘরে। রান্নাঘরে উনুন আছে, কিন্তু নেই মাথার ছাদ। খোলা আকাশের নিচেই রান্না করতে হয় এখানকার কর্মীদের। ফলে যে কোন‌ও মুহূর্তেই রান্না হওয়ার সময় খাবারের মধ্যে বিষাক্ত কিছু পড়ার সম্ভাবনা আছে।
advertisement
দীর্ঘ ৬ মাস ধরে এভাবেই খোলা আকাশের নিচে রান্না হচ্ছে। বিষয়টি পঞ্চায়েতকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। লোকসভা ভোটের মুখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমন বেহাল ও বিপজ্জনক অবস্থা নিয়ে স্বভাবত‌ই আলোচনা শুরু হয়েছে।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ICDS Centre: অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্র না পার্টি অফিস? খোলা আকাশের নিচেই শিশুদের রান্না
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement