মুর্শিদাবাদ: নবাবের জেলা মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা ঐতিহ্য। ১৮ এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস পালিত হল ঐতিহ্যবাহী নবাবের জেলায়। মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার সকালে বিশ্ব হেরিটেজ দিবস উদযাপনে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
অভিনেতা বাদশা মৈত্র, লালবাগ এসডিপিও বিক্রম প্রসাদ ও লালবাগের বিভিন্ন স্কুলের পড়ুয়া, এনসিসি টিম সহ বিশিষ্ট ব্যক্তিরা সামিল হ এই শোভাযাত্রায়। ধামসা মাদলের তালে, ঘোড়া নাচের সঙ্গে জমজমাট হয়ে ওঠে এই শোভাযাত্রা। নিউ প্যালেস বা ওয়াসিফ মঞ্জিলে এসে শেষ হয় এই শোভাযাত্রা। তারপর সেখানেই আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার সমস্ত ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।
আরও পড়ুন- Mukul Roy In Delhi: নিউজ এইট্টিন বাংলাকে কি বললেন মুকুল রায় ,তারপরেও যা পরিস্থিতি
নবাবের জেলা মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা ঐতিহ্য। আর ১৮ এপ্রিল গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল বিশ্ব হেরিটেজ নিবস। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা ঐতিহ্য। তাই সাড়ম্বরের সঙ্গে উদযাপিত হল বিশ্ব হেরিটেজ দিবস। মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার সকালে বিশ্ব হেরিটেজ দিবস উদযাপনে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। অভিনেতা বাদশা মৈত্র, লালবাগ এসডিপিও বিক্রম প্রসাদ ও লালবাগের বিভিন্ন স্কুলের পড়ুয়া, এনসিসি টিম সহ বিশিষ্ট ব্যক্তিরা সামিল হয় এই শোভাযাত্রায়।
ধামসা মাদলের তালে, ঘোড়া নাচের সঙ্গে জমজমাট হয়ে ওঠে। এই শোভাযাত্রা। নিউ প্যালেস বা ওয়াসিফ মঞ্জিলে এসে শেষ হয় এই শোভাযাত্রা। তারপর সেখানেই আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বহু ঐতিহ্যবাহী স্থান রয়েছে। এই জেলার আনাচে কানআচে রয়েছে নানান ঐতিহাসিক স্থান যা এই জেলার ঐতিহ্য এই জেলার ইতিহাস। তবে সেগুলি সঠিক সংরক্ষন করা হয়নি এখনও পর্যন্ত। আগামী দিনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গাগুলি সংরক্ষণ করা হক, সেই দাবিই তুলে ধরা হয়।
Pranab Kumar Banerjeeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, World Heritage Day