Crime: বনগাঁয় যুবতীকে হোটেলে আটকে পাচারের চেষ্টায় গ্রেফতার চার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বনগাঁয় এক যুবতীকে হোটেলে আটকে পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার, এই ঘটনায় রেজাউল শেখ, আনাচ মন্ডল, গোপাল গাইন ও হাফিজুর মন্ডলকে আটক করা হয়। গতকাল তাদের বনগাঁর এক হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।
বনগাঁ: বনগাঁয় এক যুবতীকে হোটেলে আটকে পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার, এই ঘটনায় রেজাউল শেখ, আনাচ মন্ডল, গোপাল গাইন ও হাফিজুর মন্ডলকে আটক করা হয়। গতকাল তাদের বনগাঁর এক হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।
বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীরণ মাহাত জানান, বনগাঁ পৌরসভার শিমুলতলার বাসিন্দা এক ব্যক্তি বনগাঁ থানায় অভিযোগ জানান তার ১৯ বছরের মেয়েকে পাচারের উদ্দেশে প্যারাডাইস নামে বনগাঁর এক হোটেলে আটকে রাখা হয়েছে। অভিযোগ পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। উদ্ধার করে যুবতীকে। এবং সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, ওই হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছে। এলাকার মহিলারা হোটেলের নিচ থেকে যাওয়া আসা করতে পারত না। তাদের উদ্দেশ্য করে কটু কথা বলা হত। বিষয়টি তারা অনেক আগে প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্তু তাকে কোন লাভ হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 9:21 PM IST