Bankura News: কালো টম‍্যাটো, একই গাছেই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি! দেখলে হাঁ হয়ে যাবেন

Last Updated:

একটি গাছেই বলেছে বাঁধাকপি ফুলকপি এবং ওলকপি! কি করে সম্ভব করলেন বাঁকুড়ার পান্নালাল।

+
কালো

কালো টমেটো

বাঁকুড়া: কালো রঙের টম‍্যাটো। আবার কোথাও লঙ্কার মত দেখতে টম‍্যাটো! পাশেই একটি গাছে ফলেছে বাঁধাকপি, ফুলকপি এবং ওলকপি, ঘটনাটি বাঁকুড়ার। আসলে বাঁকুড়ায় শুরু হয়েছে বাঁকুড়া ফ্লোরিকালচার আয়োজিত বার্ষিক পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। দুর্দান্ত এক প্রদর্শনী বাঁকুড়া বাসীর জন্য। পেয়ে যাবেন দুর্দান্ত সব ফুল, গাছ গাছালি।
মৌলিক সব সবজি। বনসাই এবং আরও কত কি? না গেলে মিস! চলবে মঙ্গলবার পর্যন্ত। এই পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অভিজ্ঞ ফ্লাওয়ারিস্ট পান্নালাল লাই। তিনি এইবারে নিয়ে এসেছেন তাঁর নতুন চমক ব্ল্যাক টমেটো। পান্নালাল বলেন, “কলকাতার চারটি চারা এনেছি। দুটি আমি রেখেছি। ব্ল্যাক টমেটো এর আগে আমার দেখা কেউ প্রদর্শনীতে নিয়ে আসেনি, সম্ভবত আমিই প্রথম।”
advertisement
advertisement
ব্ল্যাক টমেটো ছাড়াও পান্নালালের আরও এক চমক একটি গাছেই ফুলকপি -বাঁধাকপি এবং ওলকপি ফলানো। এমন ম্যাজিক কীভাবে সম্ভব করলেন পাল্লালাল লাই। জানলে অবাক হবেন এই পদ্ধতিকে বলে গ্রাফটিং। অত্যন্ত ধারালো টুল ব্যবহার করে প্রস্থ ছেদন করে দুটি গাছের ডিএনএ ম্যাচ করে লাগানো হয়। খুবই সংরক্ষণে করতে হয় এই কাজ। সিদ্ধ হস্ত বাঁকুড়ার পান্নালাল লাই। এর আগে একটি গাছেই ফলিয়েছিলেন লঙ্কা এবং টমেটো। এবার করলেন একটি গাছে তিনটি কপি! ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপি।
advertisement
যদি এই প্রকৃতির অদ্ভুত দর্শন গাছ-গাছালি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন বাঁকুড়ার জেলা পরিষদের অডিটরিয়াম প্রাঙ্গণে। উপভোগ করুন ৩৮ তম বাঁকুড়া ফ্লোরিকালচার আয়োজিত বার্ষিক পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: কালো টম‍্যাটো, একই গাছেই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি! দেখলে হাঁ হয়ে যাবেন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement