IIHT: শাড়ির শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি! ফুলিয়াতে আই.আই.এইচ.টি উদ্বোধনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী

Last Updated:

কেন্দ্র সরকার পরিচালিত ছটি এবং রাজ্য সরকার পরিচালিত পাঁচটি আই.আই.এইচ.টি রয়েছে ভারতবর্ষে ।যার মধ্যে বাংলায় নদিয়ার ফুলিয়াতে একমাত্র

+
ফুলিয়াতে

ফুলিয়াতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি

ফুলিয়া: ৮০ কোটি টাকা ব্যয় করে তৈরি করা হল বাংলার ফুলিয়াতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি। পড়তে পারবেন তিন রাজ্যের ছেলেমেয়েরা। কেন্দ্র সরকার পরিচালিত ছটি এবং রাজ্য সরকার পরিচালিত পাঁচটি আই.আই.এইচ.টি রয়েছে ভারতবর্ষে । যার মধ্যে বাংলায় নদিয়ার ফুলিয়াতে একমাত্র।
৮০ কোটি টাকা ব্যয় করে তৈরি হওয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি উদ্বোধনে এলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার-সহ কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস ও অন্যান্য নেতৃত্বরা।
advertisement
advertisement
এদিন নদিয়ার শান্তিপুর ফুলিয়া এলাকায় এই অত্যাধুনিক মানের কলেজের উদ্বোধনে এসে এই ইনস্টিটিউট থেকে পড়ার পর কী কী সুবিধা পাবে ছাত্র ছাত্রীরা তা সকলের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা ও ছাত্রছাত্রীরা পাবে সে ব্যাপারেও অবগত করা হয়। ২০১৫ সাল থেকে এই কলেজের পথচলা শুরু হলেও নিজস্ব কোনও বিল্ডিং ছিল না। এরপর কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে ৮০ কোটি টাকা ব্যয় এই কলেজ তার নিজস্ব ক্যাম্পাস তৈরি করে উদ্বোধন হল এদিন।
advertisement
আগে অস্থায়ীভাবে ফুলিয়া আই.টি.আই ক্লাস করানো হলেও আসন সংখ্যা ছিল ৩৩ এবার নিজস্ব ক্যাম্পাস হওয়ার পর আসন সংখ্যা বাড়িয়ে ৬০ টি করা হয়েছে। কলেজে ভর্তি হতে গেলে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্তরে উচ্চ নাম্বার থাকলেই তিন বছরের জন্য ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা। ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এই তিন জায়গার ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে এই ইনস্টিটিউটে এমনটাই জানান কলেজ কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIHT: শাড়ির শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি! ফুলিয়াতে আই.আই.এইচ.টি উদ্বোধনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement