Jute Product: ফুলদানি থেকে জুতো, জ্যাকেট বাজার কাঁপাচ্ছে পাটের তৈরি জিনিস
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ফুলদানি, জুতো, জ্যাকেট, শাড়ি, গয়না, পেনদানি, ওয়াল হ্যাংগিং, ব্যাগ, টেবিল ক্লথ সবকিছুই এখন পাট দিয়ে তৈরি হচ্ছে। দেশের পাশাপাশি জুটের তৈরি এইসব জিনিসের চাহিদা আছে বিদেশের বাজারেও
হাওড়া: চামড়ার জুতো, জ্যাকেট নয়। এখন বাজার কাঁপাচ্ছে পাটের তৈরি জুতো, জ্যাকেট, ব্যাগ ইত্যাদি। এই মুহূর্তে নতুন ট্রেন্ড হল জুটের জিনিস। আর সেগুলো তৈরি করে স্বনির্ভর হয়ে উঠছেন মহিলারা। এইসব পোশাকের পাশাপাশি পাট দিয়ে তৈরি হচ্ছে ঘর সাজানোর নানান জিনিস।
ফুলদানি, জুতো, জ্যাকেট, শাড়ি, গয়না, পেনদানি, ওয়াল হ্যাংগিং, ব্যাগ, টেবিল ক্লথ সবকিছুই এখন পাট দিয়ে তৈরি হচ্ছে। দেশের পাশাপাশি জুটের তৈরি এইসব জিনিসের চাহিদা আছে বিদেশের বাজারেও। দূষণ রুখতে পরিবেশ বান্ধব পাটের ব্যবহার বাড়াতে উৎসাহ জোগাচ্ছে সরকার। এই সকল জিনিস তৈরির প্রশিক্ষণ দিচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। আর সেক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলাদের। সহজলভ্য পাটের কাজ শিখে স্বনির্ভর হয়ে উঠছেন তাঁরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
হাওড়া জেলার বিভিন্ন ব্লকে মহিলারা পাটের কাজ শিখে স্বনির্ভর হয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন শ্যামপুরের মালবিকা সাঁতরা। ১৭ বছর আগে শ্যামবাজার থেকে পাটের কাজ শিখেছিলেন। বর্তমানে তিনি জুট বোর্ডের সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ প্রশিক্ষক। শতাধিক মহিলাকে পাটের কাজ শিখিয়ে স্বনির্ভর করার পাশাপাশি নিজে পাটের তৈরি জিনিস তৈরি করে স্বনির্ভর হয়ে উঠেছেন। এই প্রসঙ্গে মালবিকাদেবী বলেন, আমি ভালবাসি এই কাজকে। এই কাজ অনেক কিছু দিয়েছে আমাকে। তিনি জানান বর্তমানে বাজারে পাটের জিনিসের চাহিদা ব্যাপক। তাই নিষ্ঠাভরে এই কাজ করলে স্বনির্ভর হওয়া যায়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2023 4:28 PM IST









