কাকদ্বীপ: কাজের টোপ দেখিয়ে ঢোলাহাট এলাকার এক মহিলাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। এদিন গভীর রাতে ওই যুবককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ।
ধৃত ওই যুবকের নাম রাকিব হোসেন গায়েন। গতকাল রাতে ঢোলাহাটের বেলুনি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৭৬(২)(এন), ৩৭৯, ১২০ বি ও ৫০৬ ধারায় মামলা রুজু করে।
আরও পড়ুন- ফুটবল জাগলিং! সংসারের হাল ফেরাতে মন্দিরার লড়াই জানলে চোখে জল আসবে
পরদিন তাঁকে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠানো হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানার বছর বাইশের এক মহিলাকে কাজের টোপ দিয়ে গত ফেব্রুয়ারি মাসে পাথরপ্রতিমা রামগঙ্গার একটি হোটেলে নিয়ে যায় ঢোলাহাট থানার বেলুনি গ্রামের বাসিন্দা রাকিব হোসেন গায়েন।
সেখানে নিয়ে গিয়ে তাঁকে ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নির্যাতিতা।
আরও পড়ুন- বয়সকে থোড়াই কেয়ার, ৭২ -র মন্ত্রী সাইকেল রিক্সা চালালেন , রইল ভিডিও
সোমবার ঢোলাহাট থানায় রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বেলুনি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
Biswajit Halder
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।