West Bengal News: ইলেকট্রিক তার জড়িয়ে প্রতিবেশীকে হত্যা? কী মারাত্মক ঘটনা হরিহরপাড়ায়

Last Updated:

West Bengal News: ইলেকট্রিক তার জড়িয়ে প্রতিবেশীকে হত্যা? কী মারাত্মক ঘটনা হরিহরপাড়ায়

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#হরিহরপাড়া: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক গৃহবধূকে ইলেকট্রিক তার জড়িয়ে মারার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম জোসনা বিবি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নতুন স্বরূপপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত তিনদিন আগে কাশেম শেখ নামে ওই ব্যক্তির বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। মৃত জোসনা বিবি কাশেম শেখের বাড়িতে আগুন লাগিয়েছে বলে তাকে তিন দিন ধরে রফিক আনসারী,কাশেম শেখ মারধর করে।
শনিবার সকালেও মারধর করে বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি বলে মৃত জোসনা বিবি তার দিদির বাড়ি তরতিপুর যায়, সেখান থেকে রাতে বাড়ি ফিরলে রফিক আনসারী, কাশেম শেখ আবার তাকে মারধর করে। তার শরীরে ইলেকট্রিক তার জড়িয়ে দিয়ে তাকে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। মৃতের দাদা বলেন, ''বোনের বাড়ির পাশে একটি বাড়ি পুড়ে গেলে, আমার বোনকে বাড়িতে আগুন লাগিয়েছে বলে মিথ্যা অপবাদ দিয়ে আমার বোনকে মারধর করে ইলেকট্রিক তার শরীরে জড়িয়ে দিয়ে খুন করেছে। এর সঙ্গে আমার বোনের স্বামীও যুক্ত আছে। কারণ বিয়ের পর থেকেই আমার বোনকে মানসিক অত্যাচার করত।''
advertisement
advertisement
ঘটনার পর জামাইবাবু সহ পাশের বাড়ির রফিক আনসারীরাও পলাতক। মৃতের পরিবারের দাবি, যারা খুন করেছে তাদের শাস্তি চাই। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ পাঠাই। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ইলেকট্রিক তার জড়িয়ে প্রতিবেশীকে হত্যা? কী মারাত্মক ঘটনা হরিহরপাড়ায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement